Rinku Singh: দেশের জার্সিতে প্রথম বার চূড়ান্ত ‘হতাশ’ করলেন রিঙ্কু সিং!Image Credit source: X
কলকাতা: হারারেতে যেন ভারতের ব্যাটিং বিপর্যয় হল। জিম্বাবোয়েকে ১১৫ রানে আটকে দিয়েছিলেন রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দররা। কিন্তু শুরু থেকেই উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে নেমে দাগ কাটতে পারেনি অভিষেক শর্মা। এ বারের আইপিএলে তিনি দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু দেশের হয়ে অভিষেক টি-২০ ম্যাচ খেলতে নেমে শূন্যে আউট শুভমনের ছেলেবেলার বন্ধু। তিনি ছাড়াও জিম্বাবোয়ের বিরুদ্ধে শূন্যে আউট হয়েছেন রিঙ্কু সিং। বিশ্বকাপে স্ট্যান্ড বাইতে ছিলেন। প্র্য়াক্টিসও করেছিলেন। কিন্তু সুযোগ না পাওয়ার হতাশা যেন কাজ করছিল। তার ছাপই দেখা গেল হারারেতে। দেশের জার্সিতে প্রথম বার চূড়ান্ত হতাশ করলেন রিঙ্কু সিং।
রিঙ্কু সিং এক্সট্রা বাউন্সে চাপে পড়েন। পুল শট খেলতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তাঁর ব্যাট ঘুরে যায়। তেন্ডাই চাতারা তুলে নেন রিঙ্কু সিংয়ের উইকেট।