IND vs ZIM: যাব কি যাব না… ভাবতে ভাবতেই রান আউট ক্যাম্পবেল, ১১৫তে শেষ জিম্বাবোয়ে
কলকাতা: নতুন ভারত তো কী, ঝাঁঝ সেই একই। হারারেতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের টি-২০ সিরিজ শুরু হয়েছে। টস জিতে প্রথমে সিকান্দার রাজাদের ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন শুভমন গিল। শুরুতে ব্যাট করে ৯ উইকেটে ১১৫ রান তুলল জিম্বাবোয়ে। রবি বিষ্ণোই নেন ৪ উইকেট। ওয়াশিংটন সুন্দর নেন ২ উইকেট। আর ১টি করে উইকেট মুকেশ কুমার ও আবেশ খানের। ১৭ রানে শেষ ৬ উইকেট হারায় জিম্বাবোয়ে। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় বোলারদের দাপট রীতিমত নজরে পড়ল।
দ্বিতীয় ওভারেই মুকেশ কুমার ফেরান ওপেনার ইনোসেন্ট কাইয়াকে। শূন্যে ফেরেন কাইয়া। এরপর ওয়েসলি মাধবেরে ও ব্রায়ান বেনেট জুটি বাঁঝেন। পাওয়ার প্লে-র মধ্যে জোড়া উইকেট হারিয়ে ফেলে জিম্বাবোয়ে। ষষ্ঠ ওভারের প্রথম বলে রবি বিষ্ণোই তুলে নেন ব্রায়ান বেনেটর (২২) উইকেট। এরপর ওয়েসলির (২১) উইকেটও নেন রবি। ক্যাপ্টেন সিকান্দার রাজাকে (১৭) ফেরান আবেশ খান।
জিম্বাবোয়ের পঞ্চম উইকেটটি গিয়েছে অদ্ভূতভাবে। ১১.৬ ওভারে রান আউট হন জোনাথন ক্যাম্পবেল।