হার্দিক-পত্নীকে নিয়ে প্রাক্তন প্রেমিকের মন্তব্যে ঝড়, ‘মাঝেমধ্যেই আমরা…’


হার্দিক-পত্নীকে নিয়ে প্রাক্তন প্রেমিকের মন্তব্যে ঝড়

এই মুহূর্তে হট টপিক নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ডিয়ার বিয়ে ও বিয়েকে কেন্দ্র করে নানা আলোচনা। বিশ্বকাপ জিতে হার্দিক ফিরেছেন দেশে। নাতাশাকে পাশে দেখতে না পেয়ে রে-রে করে উঠেছেন হার্দিকের ভক্তরা। এরই মধ্যে এক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োটি বেশ কয়েক বছরের পুরনো। তবু সেই ভিডিয়ো দেখেই একাংশের অভিমত হার্দিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও প্রাক্তনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন নাতাশা। কে এই প্রাক্তন?

আলি গোনিকে চেনেন? বর্তমানে তিনি অভিনেত্রী জ্যাসমিন ভাসিনের প্রেমিক। এই আলির সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল নাতাশার। ব্রেকআপের পরও ২০১৯ নাগাদ নাচের এক রিয়ালিটি শো-য়ে পার্টনার হয়ে খেলতে এসেছিলেন তাঁরা। সেখানেই বিচারক তাঁদের সম্পর্কের অবস্থান অর্থাৎ রিলেশনশিপ স্টেটাস নিয়ে প্রশ্ন করেন। জিজ্ঞাসা করেন, “ব্রেকআপের কত বছর হল?” আলি বলেন, ‘চার বছর’। নাতাশা অবাক হয়ে জিজ্ঞাসা করেন, ‘চার বছর?’ যোগ করেন, “আসলে আমাদের দুই বার ব্রেকআপ হয়েছে।” নাতাশাকে থামিয়ে দিয়ে আলি বলে ওঠেন, “আসলে মাঝেমধ্যেই আমরা মেলামেশা করি।” উপস্থিত সকলেই তাঁদের সম্পর্কের এই সমীকরণে অবাক হয়ে যান। জিজ্ঞাসা করেন, “এখন তাঁরা কী? প্রেমিক, প্রাক্তন নাকি বন্ধু?” আলি বলেন, “জানি না এখন আমরা ঠিক কী! নিজেই বুঝতে পারি না।” বলিউড শাদির এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যে সময় প্রাক্তনের সঙ্গে নাতাশা ওই রিয়ালিটি শো’য়ে যান সে সময় তিনি হার্দিকের সঙ্গে সম্পর্কে আছেন। এর পরেই হার্দিক ভক্তদের নাতাশাকে পাল্টা প্রশ্ন, “আলির মনে আশা জাগিয়ে হার্দিকের সঙ্গে প্রেম! এ তো ঠিক নয়।”

প্রসঙ্গত, বিশ্বকাপ জয়ের পর বাড়িতেই ফিরেছেন হার্দিক। ছেলের সঙ্গে ছবি শেয়ার করেছেন। বৌদি তাঁকে নিয়ে গর্বের পোস্টও ভাগ ক্রএ নিয়েছেন সামাজিক মাধ্যমে। কিন্তু এত সব আনন্দের মধ্যে কোথাও নেই নাতাশা। কিন্তু কেন? সেই প্রশ্নেই এখন ছয়লাপ বলিউড থেকে বাইশগজ।



Leave a Reply