ওয়াংখেড়েতে হার্দিক-রোহিতরাও গলা মেলান বন্দে মাতরমে, নেপথ্যে বিরাট কোহলি!


বিশ্বজয়ের রেশ যে কাটেনি, স্বীকার করে নিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার জসপ্রীত বুমরা। বিশ্বকাপ ফাইনালের এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে। যদিও চ্যাম্পিয়ন ভারতীয় দল আটকে পড়েছিল বার্বাডোজেই। বেরিল ঘূর্ণিঝড়ের কারণে দেশে ফিরতে পারছিলেন না। অবশেষে গত বৃহস্পতিবার চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দল। দিল্লিতে পৌঁছে টিম হোটেলে কিছুটা সময় কাটান বিরাট-রোহিতরা। সেখানে কেক কেটে সেলিব্রেশন হয়। এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায় পুরো টিম। দীর্ঘসময় নানা আলোচনা হয় প্রধানমন্ত্রীর সঙ্গে। দিল্লি পর্ব শেষে মুম্বই পাড়ি দেন বিরাট-রোহিতরা। সেখানে অনেক রাত অবধি নানা সেলিব্রেশন। বিরাট কোহলি অবশ্য সেই রাতেই লন্ডন পারি দেন স্ত্রী-সন্তানদের কাছে। বিরাটের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

মুম্বইয়ে সেলিব্রেশন পর্বে বাস প্যারেড হয়েছে। তাঁর আগে ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান। ক্যাপ্টেন রোহিত শর্মাকে বিশ্বকাপ সম্পর্কিত নানা প্রশ্ন করা হয়। এতে কিছু মজার প্রশ্নও ছিল। তেমনই টিম ইন্ডিয়ার সদস্যরা গ্যালারির অভিবাদন গ্রহণ করতে মাঠ প্রদক্ষীণ করেন। সেখানেও নানা মুহূর্ত ধরা পড়ে। হার্দিক পান্ডিয়ার কাছে ছিল বিশেষ মুহূর্ত। কয়েক সপ্তাহ আগেও আইপিএলের সময় এই মাঠে তাঁকে বিদ্রুপ সইতে হয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন হার্দিককে ভালোবাসায় ভরিয়ে দেয় ওয়াংখেড়ে। টিম ইন্ডিয়ার সকল সদস্য গ্যালারির সঙ্গে বন্দেমাতরমে গলা মেলায়। সেই পরিবেশ ছিল শিহরণ জাগানোর মতোই। এর নেপথ্যে কি বিরাট কোহলি?

মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভিক্টরি ল্যাপের সময় গ্যালারিতে বন্দেমাতরম চলছিল। উপস্থিত ক্রিকেট প্রেমীরাও গাইছিলেন। হঠাৎই দেখা যায় ভারতীয় ক্রিকেটাররাও সকলের সঙ্গে গলা মেলাচ্ছেন। এরই একটি ভিডিয়ো প্রকাশ্য়ে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বিরাট কোহলি কিছু একটা বোঝাচ্ছেন হার্দিকদের। এরপরই টিমের সকলেই বন্দেমাতরমে গলা মেলান। এই ভিডিয়ো থেকে আন্দাজ করা হচ্ছে, বিরাটের পরিকল্পনাতেই টিমের বাকি সদস্যরা গেয়েছেন।



Leave a Reply