নতুন ভূমিকায় রবিচন্দ্রন অশ্বিন। নতুন দায়িত্বে কিছুদিন আগেই এসেছেন। তাঁকে চেন্নাই সুপার কিংস ক্রিকেট অ্যাকাডেমির সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। ভারতীয় টেস্ট টিমের নিয়মিত সদস্য রবিচন্দ্রন অশ্বিন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও খেলছেন। আগামী আইপিএলে মেগা অকশন। সব কিছু ঠিক থাকলে আবারও চেন্নাই সুপার কিংসে ফিরতে দেখা যেতে পারে রবি অশ্বিনকে। এ বার আমেরিকার ফ্র্যাঞ্চাইজি লিগে টিমও কিনলেন ভারতের অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ক্রিকেটার এ বার ৬৪ খোপের খেলায় পা রাখলেন।
আন্তর্জাতিক দাবা সংস্থা এবং টেক মাহিন্দ্রার উদ্যোগে গত বারই শুরু হয়েছে দাবার ফ্র্যাঞ্চাইজি লিগ। এর দ্বিতীয় সংস্করণ হবে ৩-১২ অক্টোবর। লন্ডনে বসছে ফ্র্যাঞ্চাইজি দাবার এই আসর। মোট ছ’টি ফ্র্যাঞ্চাইজি টিম রয়েছে। এর মধ্যে আমেরিকান গাম্বিতসের সহযোগী কর্ণধার হলেন ভারতীয় ক্রিকেটের সুপারস্টার রবিচন্দ্রন অশ্বিন। আমেরিকান গাম্বিতস টিমের সঙ্গে যুক্ত অন্য কর্ণধারের নানা ব্যবসা রয়েছে। রবিচন্দ্রন অশ্বিনের মতো মস্তিষ্ক পেয়ে উচ্ছ্বাসে ভাসছে এই ফ্র্যাঞ্চাইজি।
এক প্রেস বিবৃতিতে রবিচন্দ্রন অশ্বিন এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার খবর জানিয়েছেন। সংবাদ সংস্থা পিটিআইতে অশ্বিন জানিয়েছেন, ‘দাবার দুনিয়ায় আমেরিকান গাম্বিতসকে আনতে পেরে আমি উচ্ছ্বসিত। একটা পরিকল্পিত, তাগিদ, দায়বদ্ধতা নিয়েই টুর্নামেন্টে খেলব। এই খেলাকে আরও আকর্ষণীয়, জনপ্রিয় করে তোলাই আমাদের লক্ষ্য থাকবে। একজন সহযোগী কর্ণধার হিসেবে একটা দুর্দান্ত সফরের সাক্ষী থাকতে চাই। ওদের সবরকম ভাবে সহযোগিতা করতে প্রস্তুত।’
Checking scores? Nope, playing chess.
Welcome to Tech Mahindra Global Chess League, @ashwinravi99. Wish you and @americangambits the best of luck this season.#TechMGCL #TheNextMove pic.twitter.com/UvahxJbYSX
— Tech Mahindra Global Chess League (@GCLlive) July 8, 2024