দোলনায় বসে ক্যাপ্টেন শুভমন গিল। সঙ্গী দলের লেগ স্পিনার রবি বিষ্ণোই। পিছন থেকে ঠেলে তাঁদের দোল খাওয়াচ্ছেন রিঙ্কু সিং ও খলিল আহমেদ। জিম্বাবোয়ে সফরে খোশমেজাজে ভারতের তরুণ ক্রিকেট দল। শুভমন গিলের নেতৃত্বে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে জিম্বাবোয়েতে রয়েছে ভারতীয় দল। সকলেই বয়স এবং অভিজ্ঞতার দিক থেকে অনেকটাই তরুণ। সিরিজের শুরুটা হয়েছিল হার দিয়ে। যদিও হতাশার সুযোগই পায়নি ভারতীয় দল। পরদিনই ছিল দ্বিতীয় টি-টোয়েন্টি। নতুন ম্যাচ ধরে নেমেছিলেন। সাফল্যও মিলেছে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১০০ রানের বিশাল ব্যবধানে জিম্বাবোয়েকে হারিয়েছে ভারত। কাল তৃতীয় ম্যাচ।
সিরিজে লিড নিয়েছিল জিম্বাবোয়ে। সমতা ফিরিয়েছে ভারত। কাল দু-দলের কাছেই সুযোগ সিরিজে এগিয়ে যাওয়ার। মাঠে কড়া চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে ভারতীয় টিমকে। তবে মাঝের দু-দিন পাওয়ায় একটা ছোট্ট বিরতি নিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে ওয়াইল্ড লাইফ টুর উপভোগ করেন। জিম্বাবোয়ে আফ্রিকান দেশ। বাঘ, সিংহ আরও নানা পশু রয়েছে। সেগুলোর মাঝেই অনেকটা সময় কাটল টিম ইন্ডিয়ার।
ওয়াইল্ড লাইফ পার্কেই একটি দোলনা পেয়ে তাতে বসে পড়েন ক্যাপ্টেন শুভমন গিল, আবেশ খান, রবি বিষ্ণোই। রিঙ্কু সিং এবং খলিল আহমেদের দায়িত্ব তাঁদের ঠেলার! ইনস্টা স্টোরিতে সেই ভিডিয়ো পোস্ট করেছেন রিঙ্কু সিং। ক্রিকেট সফরে এসে একটা দিন ক্রিকেট থেকে বিরতি পেলে যে ভালোই লাগে সকলের চোখ মুখেই তা পরিষ্কার।
ভারতীয় ক্রিকেট বোর্ডও এই সাফারির ছবি পোস্ট করেছে। আসলে এই টিম ইন্ডিয়ার যা গড় বয়স ও অভিজ্ঞতা, তাতে যদি বলা হয়, বেবিজ ডে আউট, খুব একটা ভুল হবে না। ভারতের ভবিষ্যৎ প্রজন্মের নজরে এ বার সিরিজ জয়।