বিশ্বকাপ ফাইনাল নয়, সূর্যকুমার যাদবের সেরা ক্যাচ আট বছর আগে!


মনে হচ্ছিল, বিশ্বকাপ ট্রফিটাই বেরিয়ে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের ক্যাচ নিয়ে এমনটাই বলেছিলেন সূর্যকুমার যাদব। এখন কি মত পাল্টে গেল? দীর্ঘ ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। অপরাজিত চ্যাম্পিয়ন। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম। যদিও ফাইনালে খুবই কঠিন পরিস্থিতির সামনে পড়েছিল ভারতীয় দল। বার্বাডোজে প্রথমে ব্য়াট করে ভারত। বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে সবচেয়ে বড় টার্গেটের রেকর্ডও গড়ে। এরপরও মনে হচ্ছিল, ম্যাচটা বের করে নিতে পারে পারে দক্ষিণ আফ্রিকা। সূর্যকুমার যাদবের শেষ ওভারের ক্যাচটাই যেমন বিশ্বকাপ জয় একশো শতাংশ নিশ্চিত করে। সূর্য কিন্তু অন্য কথা বলছেন। তাঁর নজরে সেটি সেরা ক্যাচ নয়। বরং আট বছর আগেই নাকি সেরা ক্যাচ নিয়েছিলেন!

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই প্রবল চাপে পড়েছিল ভারত। মাত্র ৩৪ রানের মধ্যেই রোহিত শর্মা, ঋষভ পন্থ, সূর্যকুমার যাদব আউট। বিরাট কোহলি, অক্ষর প্যাটেল জুটি পরিস্থিতি সামাল দেয়। পুরো টুর্নামেন্টে রান না পাওয়া বিরাট কোহলি ফাইনালে জ্বলে ওঠেন। অক্ষর প্যাটেলের দুর্দান্ত ইনিংস। শেষ অবধি দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দেয় ভারত।

রান তাড়ায় শেষ দিকে ৩০ বলে ৩০ রান প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং ও হার্দিক পান্ডিয়ার স্লগ ওভার বোলিং প্রোটিয়াদের চাপে ফেলে। শেষ ওভারে মাত্র ১৬ রান প্রয়োজন ছিল। বোলিংয়ে আসেন হার্দিক পান্ডিয়া। ক্রিজে তখনও ডেভিড মিলার। দক্ষিণ আফ্রিকার দিকেই ঝুঁকে ম্যাচ। হার্দিকের বাউন্ডারিতে লং অফ বাউন্ডারিতে অবিশ্বাস্য ক্যাচ নেন ফাইনালে ব্যাট হাতে ব্যর্থ সূর্যকুমার যাদব। মিলার ফিরতেই ম্যাচ ভারতের পকেটে। এই ক্যাচ নিয়ে সারা বিশ্বজুড়েই সূর্যকুমার যাদবের বন্দনা। তিনি বলছেন অন্য কথা!

বিশ্বকাপ জয়, সেলিব্রেশন পর্ব শেষে এখন ছুটির মেজাজে সূর্যকুমার যাদব। ইনস্টাগ্রামে স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিশ্বকাপের সেই ক্যাচের আট দিন পেরিয়ে গিয়েছে। তবে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যাচ তো আট বছর আগেই হয়েছিল।’ স্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং প্রেমের শুরুর দিনের প্রসঙ্গেই যে এমন মজার মন্তব্য সূর্যর, বুঝতে অসুবিধা হয় না।



Leave a Reply