ভারতীয় ক্রিকেটে গুরু গম্ভীর অধ্যায়, কোচ হয়ে GG কী বললেন?


কোনও জল্পনা আর নেই। শ্রীলঙ্কা সফরের আগেই দায়িত্ব নিচ্ছেন গৌতম গম্ভীর। সম্ভাবনা অনেক আগে থেকেই ছিল। আজ সরকারি ভাবে তাঁর নিয়োগের কথা ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। এরপরই বোর্ডের তরফে ই-মেইলে জানানো হয়। গত ১৩ মে হেড কোচের পদের জন্য় বিজ্ঞাপন দিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ অবধিই চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের সঙ্গে। নিয়োগের প্রক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। তবে বিশ্বকাপ চলাকালীন যে নতুন কোচের নাম ঘোষণা করা হবে না, পরিষ্কার ছিল। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সেলিব্রেশন পর্ব শেষ হয়েছে। কোচ হিসেবে ঘোষণা হয়েছে গৌতম গম্ভীরের নামও। জাতীয় দলের দায়িত্ব নিয়ে কী বলছেন GG?

এ মাসের শেষে শ্রীলঙ্কা সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ। ২৭ জুলাই শুরু সিরিজ। তার আগেই টিমের দায়িত্ব নিচ্ছেন গৌতম গম্ভীর। ভারতীয় দলের পরবর্তী লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। গম্ভীরের নিয়োগের পাশাপাশি সরকারি ভাবে প্রাক্তন হয়ে গেলেন রাহুল দ্রাবিড়। শুধু তাই নয়, দ্রাবিড়ের সাপোর্ট স্টাফরাও প্রাক্তন। নতুন সাপোর্ট স্টাফের জন্য শীঘ্রই বিজ্ঞাপন দেবে বোর্ড।

ভারতীয় দলের কোচের দায়িত্ব নিয়ে গৌতম গম্ভীর বলেন, ‘আমার দেশ, মানুষ এবং তেরঙার জন্য কিছু করার সুযোগ পাচ্ছি, এটা আমার কাছে দারুণ গর্বের। রাহুল দ্রাবিড় এবং তাঁর সহকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। দলকে দারুণ একটা জায়গায় রেখে গিয়েছে। আমি সম্মানিত এবং ভারতীয় দলের কোচ হিসেবে নতুন ভূমিকায় কাজ শুরুর উত্তেজনা হচ্ছে।’

গুরু গম্ভীর আরও যোগ করেন, ‘খেলোয়াড় জীবনে জাতীয় দলের জার্সি পরে সবসময়ই গর্ব হত। কোচ হিসেবেও এর কোনও পার্থক্য হবে না। ক্রিকেটই প্যাশন। এটাকে নিয়েই এগতে চাই। বোর্ডের হেড অব ক্রিকেট ভিভিএস লক্ষ্মণ, সাপোর্ট স্টাফ এবং সবচেয়ে জরুরি, সকল প্লেয়ারকে একসঙ্গে নিয়ে সাফল্য পেতে চাই।’

Leave a Reply