ভারতীয় দলের পরবর্তী হেড কোচ হিসেবে যে গৌতম গম্ভীরই এগিয়ে এ বিষয়ে সন্দেহ নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি চুক্তি ছিল রাহুল দ্রাবিড়ের সঙ্গে। রাহুল দ্রাবিড় নিশ্চিত করেছিলেন, তিনি পুনরায় আবেদন করবেন না। বিশ্বকাপ জিতেই টিম ইন্ডিয়ার দায়িত্ব ছেড়েছেন। গৌতম গম্ভীরের নাম অনেক আগে থেকেই ঘুরছে। তিনি বোর্ডের ক্রিকেট পরামর্শদাতা কমিটির সামনে ইন্টারভিউও দিয়েছেন। কয়েক দিন আগে গম্ভীর কলকাতায় এসেছিলেন বলে খবর। কলকাতা নাইট রাইডার্স সমর্থকদের বিদায়বার্তা দিয়ে একটি শুটিংও করেছেন বলে খবর। এর থেকেই আরও প্রত্যাশা বাড়ছিল, দ্রুতই গৌতম গম্ভীরের নাম ঘোষণা হবে ভারতের কোচ হিসেবে। কীসে আটকে?
সব কিছু ঠিক থাকলে শ্রীলঙ্কা সফর থেকেই ভারতীয় দলের দায়িত্ব নেবেন গৌতম গম্ভীর। শুভমন গিলের নেতৃত্বাধীন ভারতের তরুণ দল জিম্বাবোয়ে সফরে রয়েছে। কোচ হিসেবে গিয়েছেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। এ মাসের শেষে শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ রয়েছে ভারতের। টিমের সঙ্গে গৌতম গম্ভীর বা নতুন কোচ যাবেন কিনা, সেটাই প্রশ্ন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, খুব দ্রুতই সাপোর্ট স্টাফের জন্যও বিজ্ঞাপন দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড। রাহুল দ্রাবিড়ের সঙ্গে তাঁর সাপোর্ট টিম ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পারশ মামরে এবং ফিল্ডিং কোচ টি দিলীপেরও চুক্তি শেষ। তাঁরাই ফিরবেন কিনা নিশ্চিত নয়। তেমনই তাদের খবর অনুযায়ী, গৌতম গম্ভীরের সঙ্গে ডব্লিউ ভি রমনও হেড কোচের পদে আবেদন করলেও এগিয়ে গৌতম গম্ভীরই। বেতন নিয়ে গৌতম গম্ভীরের সঙ্গে বোর্ডের এখনও আলোচনা চলার কারণেই সরকারি ভাবে গম্ভীরকে কোচ ঘোষণায় দেরি হচ্ছে, এমনটাই খবর। বেতনের অঙ্কের সুরাহা হলেই ঘোষণা হবে গম্ভীরের নাম।