ভিডিয়ো: বিরাট-রোহিতদের ম্যাচে এই আম্পায়ার থাকলে কত রান পেনাল্টি পাবেন!


আন্তর্জাতিক ক্রিকেটে যদিও সম্ভব নয়। কিন্তু কিছুক্ষণের জন্য কল্পনা করুন। যেমন গল্পের গরু গাছে ওঠে তেমনই মনে করুন। বিরাট কোহলি, রোহিত শর্মারা চার-ছয় মারছেন আর অন ফিল্ড আম্পায়ার চিয়ারলিডারের মতো নেচে তার সিদ্ধান্ত জানাচ্ছেন। নানা অঙ্গভঙ্গি করছেন! কত রান পেনাল্টি আসতে পারে ভাবুন তো একবার! টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আইসিসি স্টপক্লক নিয়ম চালু করেছে। অর্থাৎ নতুন ওভার শুরুর জন্য ৬০ সেকেন্ড সময় থাকবে ফিল্ডিং টিমের কাছে। এই নিয়ম মানতে না পারলে তিনবার ওয়ার্নিং দেওয়া হবে। এরপরও পুনরাবৃত্তি হলে ৫ রান করে পেনাল্টি দেওয়া হবে ব্যাটিং টিমকে। সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ভিডিয়োকে ঘিরে এই কল্পনাই যেন উঠে আসছে, কত রান পেনাল্টি হিসেবেই পেতে পারেন বিরাট-রোহিতরা!

টি-টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে স্টপ ক্লক নিয়মের কারণে পাঁচ রান পেনাল্টি পেয়েছিল ভারতীয় দল। সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। উৎসবের মেজাজ দেশজুড়েই। এর মাঝেই একটি ভিডিয়ো ভাইরাল। যেখানে ক্রিকেটার নয়, বরং এই ভিডিয়োতে আকর্ষণের কেন্দ্রে অন ফিল্ড আম্পায়ারই। ব্যাটার চার মারলে বিশেষ স্টাইলে সিগন্য়াল দিচ্ছেন। ছয় মারলে আবার অন্য ভাবে। উইকেটের জন্য ভিন্ন। আম্পায়ারের সিদ্ধান্ত জানানোর স্টাইল পুরোপুরি আলাদা।

সুরাট টেনিস ক্রিকেট নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছে এই ভিডিয়ো। কেউ বলছেন, আম্পায়ার যোগাসন করছেন। আবার কারও মতে ডান্স। তবে তাঁর প্রত্যেকটা স্টেপ যে আনন্দের এ বিষয়ে সন্দেহ নেই। কিন্তু আন্তর্জাতিক কিংবা পেশাদার ক্রিকেটে তা কোনও ভাবেই সম্ভব নয়। একটা টি-টোয়েন্টি ম্যাচ শেষ করতেই হয়তো পুরো একটা দিন লেগে যাবে!



Leave a Reply