IND vs PAK: অজি-বধ যুবরাজদের, চ্যাম্পিয়নদের খেতাব জয়ের শেষ লড়াইয়ে এ বার ভারত-পাকিস্তানImage Credit source: X
কলকাতা: অজি কাঁটা উপড়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের (World Championship Legends) ফাইনালে উঠেছে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্সরা। এ বার শনি-রাত হতে চলেছে জমজমাট। দীর্ঘদিন পর ২২ গজে কোনও টুর্নামেন্টের খেতাব জয়ের লড়াইয়ে মুখোমুখি ভারত ও পাকিস্তান। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের ফাইনালে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষা। আজ, শনিবার ভারতীয় সময় অনুসারে রাত ৯.৩০ মিনিটে হবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ডসের ফাইনাল।
বিস্তারিত আসছে…