অম্বানিদের বিয়েতে এ কী হল ধোনি কন্যা জিভার! ভাইরাল ভিডিয়ো


MS Dhoni: অম্বানিদের বিয়েতে এ কী হল ধোনি কন্যা জিভার! ভাইরাল ভিডিয়োImage Credit source: X

কলকাতা: অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। কে বাদ ছিলেন, বলা মুশকিল। দেশের তো বটেই বিদেশ থেকেও বহু জনপ্রিয় ব্যক্তি উপস্থিত ছিলেন মুকেশ অম্বানির ছোট ছেলের বিয়েতে। অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে ভারতের একাধিক তারকা ক্রিকেটারদের দেখা গিয়েছে। তালিকায় কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni), ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ানদের দেখা গিয়েছিল অম্বানিদের রাজকীয় বিয়েতে। মা-বাবার সঙ্গে ছোট্ট জিভা ধোনিও (Ziva Dhoni) সেখানে গিয়েছিল। তাঁর বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ধোনি ও সাক্ষীর পাশাপাশি ট্র্যাডিশনাল লুকে অম্বানিদের বিয়েতে উপস্থিত থাকতে দেখা যায় জিভাকে। বিয়ের দিন হলুদ রংয়ের পোশাক পরেছিল ছোট্ট জিভা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিয়োতে দেখা যায়, এক সময় ধোনি সামনে থাকা ব্যক্তির সঙ্গে গল্প করছেন। পাশেই স্ত্রী সাক্ষী। আর ধোনির একেবারে কাছে দাঁড়িয়ে একমনে আইসক্রিম খেয়ে চলেছে ছোট্ট জিভা। এই মিষ্টি ভিডিয়ো সকলের মন জয় করে নিয়েছে। সোশ্যাল মিডিয়া সাইট X এ একজন সেই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘সব বিয়েবাড়িতে আমি যেটা করি, জিভা সেটাই করছে।’

নেটদুনিয়ায় জিভার আর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে মা-বাবার সঙ্গে গোমড়া মুখে পোজ দিচ্ছে জিভা। তাঁকে ধোনি ও সাক্ষী দু’জনেই হাসতে বলেন। এরপর জিভার মুখে অল্প হাসির আভা দেখাও যায়।

একদিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ানদের নাচ। এমনকি মহেন্দ্র সিং ধোনিকেও দেখা গিয়েছে অম্বানিদের বিয়ের অনুষ্ঠানে নাচ করতে। যে দৃশ্য একেবারেই কম দেখতে পাওয়া যায়। বাবা ধোনির পাশাপাশি এ বার মেয়ে জিভার একাধিক ভিডিয়োও নেটিজ়েনদের মন জয় করে নিয়েছে।



Leave a Reply