Angel Di Maria: ভিডিয়ো: বাধ মানল না চোখের জল, কোপা চ্যাম্পিয়ন হয়েই অবসর ডি মারিয়ারImage Credit source: AFP, X
কলকাতা: কোপা চ্যাম্পিয়ন হয়ে অবসরের পথে হাঁটালেন আর্জেন্টাইন (Argentina) তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)। কাতার বিশ্বকাপ জেতার পরই ডি মারিয়া জানিয়ে দিয়েছিলেন কোপা আমেরিকার পরই তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন। সেটাই করলেন। নীল-সাদা জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলতে নেমে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডি মারিয়া। ১১৭ মিনিটে তিনি যখন মাঠ ছাড়েন, ততক্ষণে আর্জেন্টিনা এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। নেপথ্যে ১১২ মিনিটে লাওতারো মার্টিনেজের গোল। কাঁদতে কাঁদতে মাঠ থেকে বেরোন ডি মারিয়া।
আর্জেন্টিনার জার্সিতে কেরিয়ারের শেষ ম্যাচ খেলে নিলেন সুপারস্টার অ্যাঞ্জেল ডি মারিয়া। দেশের জার্সিতে শেষ ম্যাচ বলে স্বাভাবিক ভাবেই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ডি মারিয়া। তাই ম্যাচ শেষ হওয়ার আগে যখন তিনি মাঠ ছাড়েন, সেই সময় কান্নায় ভেঙে পড়েন। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
HUGE STANDING OVATION FOR ÁNGEL DI MARÍA AS HE COMES OFF FOR ARGENTINA for the final time!
Fideo, we’re eternally grateful 🇦🇷🩵🫶🏻pic.twitter.com/VdiaNgdCrC
— Sara 🦋 (@SaraFCBi) July 15, 2024
কোপা আমেরিকার ফাইনালের শেষে আর্জেন্টিনার তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া বলেন, ‘জাতীয় দল থেকে এ ভাবেই আমি অবসর নিতে চেয়েছিলাম। আর্জেন্টিনা আমার ভালোবাসা। আমার দেশ। ধন্যবাদ।’
🚨🇦🇷 Ángel Di Maria retires from international football with one more Copa América.
“It was my dream to retire from national team like this, Argentina is my love and my country. Thank you”.
↪️🦅 Di Maria will play one more season at Benfica, but leaving the national team. pic.twitter.com/IgXfNNqHIa
— Fabrizio Romano (@FabrizioRomano) July 15, 2024
আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি তাঁর সতীর্থ ও কাছের বন্ধু ডি মারিয়ার কেরিয়ারের শেষ বেলায় তাঁকে গুরুত্ব দিতে ভোলেননি। কোপার ট্রফি নিতে যাওয়ার সময় তিনি ডেকে নেন ডি মারিয়াকে। সঙ্গে ডাকেন নিকোলাস ওটামেন্ডিকেও। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।