আরসিবি কেন ট্রফি জিততে পারেনি? তারকা পুজো নিয়ে মুখ খুললেন প্রাক্তন কিপার


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রাপ্তি তাদের লয়্যাল ফ্যান। ২০০৮ সালে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। প্রতিবারই শক্তিশালী এবং তারকা সমৃদ্ধ দল গড়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিশাল প্রত্যাশায় টুর্নামেন্ট শুরু করে। যদিও ট্রফি আসেনি একবারও। গত মরসুমেও দারুণ টিম গড়েছিল আরসিবি। শেষ দিকে টানা ম্যাচ জিতে প্লে-অফে উঠেছিলেন বিরাট কোহলিরা। কিন্তু এলিমিনেটরে হার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ট্রফি জিততে না পারলেও উইমেন্স প্রিমিয়ার লিগে স্মৃতি মান্ধানাদের সৌজন্যে গত মরসুমে চ্যাম্পিয়ন হয়েছে আরসিবি। আইপিএলের হতাশা অবশ্য কাটছে না। রয়্যাল চ্যালেঞ্জার্সের এই ব্যর্থতার কারণ কী? আরসিবির প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল বেশ কিছু তথ্য তুলে ধরলেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টিমের সংস্কৃতি নিয়েই প্রশ্ন তুলে দিলেন তাদের প্রাক্তন ক্রিকেটার। টিমে তারকা পুজো হয় এটাই বলেন। আরসিবি-তে দু-ধাপে খেলেছেন পার্থিব প্যাটেল। ২০১৪ সালে প্রথম দিকের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন পার্থিব। পুরো টিমটাই ছিল বিরাট-এবিডি এবং ক্রিস গেইলকে ঘিরে, এমনটাই বলেন। এবি ডিভিলিয়ার্স ও ক্রিস গেইল অবসর নিলেও বিরাট এখনও রয়েছেন। নেতৃত্ব ছাড়লেও দলের গুরুত্বপূর্ণ অংশ। গত সংস্করণেও ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন।

আরসিবির প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্যাটেল একটি পডকাস্টে বলেন, ‘আরসিবিতে সব মিলিয়ে প্রায় চার বছর খেলেছি। এই টিমটা ব্যক্তিপুজোয় বিশ্বাসী। টিম বলে কিছু নেই। যারাই আরসিবিতে খেলেছে, আমি নিশ্চিত, একমত হবেই। টিমটা যেন ছিল বিরাট কোহলি, এবিডি এবং ক্রিস গেইলের।’ তিনি আরও যোগ করেন, ‘আমি যখন টিমে ছিলাম, সেই সময়কার কথা বলছি। ওদেরকে বিশেষ ভাবে দেখা হত। টিম কালচার বলে কিছু ছিল না। এমনকি এখনও ওদের খেলা দেখলেই তা ধরা পড়ে। আর সেই কারণেই আরসিবি এখনও ট্রফি জিততে পারেনি।’

Leave a Reply