জসপ্রীত বুমরা তৈরি হচ্ছে পাকিস্তানে! উচ্ছ্বসিত কিংবদন্তি ওয়াসিম আক্রম


বিশ্ব ক্রিকেটে বর্তমানে সব ফরম্যাটেই সেরা পেসার মানা হয় জসপ্রীত বুমরাকে। এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তা আরও একবার প্রমাণ করেছে। একটা সময় বুমরাকে শুধুমাত্র টি-টোয়েন্টির বোলার বলা হত। ব্যতিক্রমী অ্যাকশনের জন্য সাফল্য পাচ্ছেন, এমনটাও শুনতে হয়েছে। ধীরে ধীরে তিন ফরম্যাটেই দেখিয়ে দিয়েছেন, শুধু অ্যাকশনের কারণেই নয়, দক্ষতায়ও অনেক অনেক এগিয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁর ইকোনমি ছিল ৪-এর সামান্য বেশি। যা কল্পনাই করা যায় না। বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন। জসপ্রীত বুমরা যে নতুন প্রজন্মের কাছে প্রেরণা হয়ে উঠেছেন, বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানেও তৈরি হচ্ছে ‘এক’ জসপ্রীত বুমরা! আর সেই খুদে বুমরাকে নিয়ে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম।

সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। এক খুদে জসপ্রীত বুমরার মতো অ্যাকশনে বোলিং করছেন। রান আপ যদিও বুমরার চেয়ে অনেকটা বেশি। তবে বোলিং অ্যাকুরেসি দুর্দান্ত। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাথরের উপর পাথর বসিয়ে তৈরি হয়েছে উইকেট। একটি ডেলিভারি অনুমান ষষ্ঠ স্টাম্পে পড়ে হালকা ভেতরে ঢুকল। ব্যাটার বুঝতেই পারেনি। পরের ডেলিভারি ইয়র্কার লেন্থ। এরপরও ইয়র্কার এবং সরাসরি ব্যাটারের পায়ের পাতায়। একের পর এক দুর্দান্ত ডেলিভারি। গতিও অনেকটাই।

এই ভিডিয়ো নজরে পড়েছে পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রমেরও। তিনিও সেই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘মুগ্ধ করার মতোই। ওর বোলিংয়ে নিয়ন্ত্রণ, অ্যাকশন একদম গ্রেট জসপ্রীত বুমরার মতো। আমার কাছে দিনের সেরা ভিডিয়ো এটাই।’



Leave a Reply