শুভমন গিলের সঙ্গে লড়াইয়ে হার্দিক পান্ডিয়া? ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই!


টি-টোয়েন্টি ফরম্যাটে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, রবীন্দ্র জাডেজা। কিছুদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। এই ফরম্যাটে দ্বিতীয় বার। দীর্ঘ ১৭ বছরের ব্যবধানে। ফাইনালে ম্যাচের সেরা হন বিরাট কোহলি। এরপরই এই ফরম্যাটে দেশের হয়ে অবসরের ঘোষণা। কিছুক্ষণের ব্যবধানে সাংবাদিক সম্মেলনে একই ঘোষণা করেন রোহিত শর্মাও। পরদিন রবীন্দ্র জাডেজা। ভারতের টি-টোয়েন্টি দলে এই তিনটি স্পটের লড়াই চলছেই। তবে সবচেয়ে বেশি আলোচনায় ক্যাপ্টেন্সি। রোহিত শর্মার অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিয়েছেন অনেকেই। তাঁদের মধ্যে একজন হার্দিক পান্ডিয়া। রোহিতের পর তাঁকেই স্থায়ী ভাবে টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সি দেওয়া হতে পারে, এমনই অনুমান। যদিও রিপোর্ট বলছে, ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ নেই হার্দিক পান্ডিয়ার!

বিরাট কোহলি পরবর্তী সময়ে টি-টোয়েন্টিতে অনেকেই ভারতকে নেতৃত্ব দিয়েছেন। বিরাট টেস্ট নেতৃত্ব ছাড়ার পর পাকাপাকি ভাবে তিন ফরম্যাটেই দায়িত্ব দেওয়া হয় রোহিতকে। তিনি যে সিরিজে খেলতেন না সেখানে হার্দিক, কখনও সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল অনেকেই নেতৃত্ব দিয়েছেন। সদ্য জিম্বাবোয়ে সফরে নতুন নেতা পেয়েছে ভারত। জিম্বাবোয়েতে তরুণ দলকে নেতৃত্ব দেন শুভমন গিল। ৪-১ ব্যবধানে সিরিজ জিতে ফিরছে ভারত। তেমনই ওয়ান ডে বিশ্বকাপের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব।

রোহিতের ছেড়ে যাওয়া জায়গায় টি-টোয়েন্টিতে পার্মানেন্ট নেতৃত্ব দেওয়া হতে পারে হার্দিককে, এমনই বলা হচ্ছিল। যদিও বোর্ডের সূত্র বলছে, হার্দিক পান্ডিয়া অন্যতম বিকল্প। সদ্য জিম্বাবোয়েতে সিরিজ জেতা শুভমন গিল, সূর্যকুমার যাদবরাও নেতৃত্বের দৌড়ে রয়েছেন! ইন্ডিয়ান এক্সপ্রেসে ভারতীয় ক্রিকেট বোর্ডের নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্তা বলেছেন, ‘এটি খুবই ভাবনার বিষয়। বলা যায়, এটা নিয়ে তর্কেরও জায়গা রয়েছে। হার্দিককে পাকাপাকি ভাবে দায়িত্ব দেওয়ার বিষয়ে ভিন্নমত রয়েছে। হার্দিকের ফিটনেস বরাবরই একটা প্রশ্নের জায়গা তৈরি করে। সে কারণেই বড় দায়িত্ব দেওয়ার আগে ভাবনায় বোর্ড।’

দৌড়ে যে সূর্যকুমার যাদব রয়েছেন, স্বীকার করে নিয়েছেন বোর্ডের সেই কর্তা। তাঁর কথায়, ‘সূর্যকুমার যাদবের ক্যাপ্টেন্সির স্টাইল নিয়ে টিমের বাকিদের মত নেওয়া হয়েছে। তাঁকে টিমের সকলেই গ্রহণ করে। ক্যাপ্টেন্সির স্টাইলেও খুশি টিম।’ ভবিষ্যতের দিক থেকে শুভমন গিলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গত আইপিএলেও তিনি নেতৃত্ব দিয়েছেন। ফলে বলাই যায়, টি-টোয়েন্টি ক্যাপ্টেন্সির দিক থেকে ত্রি-মুখী লড়াই!

Leave a Reply