এই ছিল, এই নেই! এ যেন খানিকটা তেমনই। কয়েক দিন আগেও অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখছিলেন বাংলার ক্রীড়াবিদ। অলিম্পিকের টিকিট পেয়েও বাদ বাংলার মেয়ে আভা খাটুয়া। আভাকে অলিম্পিকে খেলার অনুমতি দিল না বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা। প্যারিস অলিম্পিকের আয়োজক কমিটিও ভারতীয় অ্যাথলিটদের তালিকা থেকে আভার নাম মুছে দেয়। ভারতীয় অলিম্পিক সংস্থা, ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশনকে পুরো বিষয়টা জানায় বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা। শেষ মুহূর্তে আভার বাদ পড়ার কারণ সামনে আনছে না কেউই। ক্রমশ রহস্য দানা বাঁধছে আভার নাম বাদ পড়া নিয়ে।
সামনে আসছে নানা অনুমান। বাংলার মেয়ে হলেও তিনি প্রতিনিধিত্ব করেন। আভা খাটুয়ার নাম বাদ পড়ায় বাংলার ক্রীড়া মহলেও হতাশা। কী কারণে তাঁর নাম বাদ পড়েছে, তা নিয়ে কোনও সঠিক জবাব পাওয়া যাচ্ছে না। যেটা মনে করা হচ্ছে, বা আন্দাজ করা হচ্ছে জেনেটিক ইস্যুর জন্য আভাকে হয়তো খেলার অনুমতি দেয়নি বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থা।
এই অনুমানের কারণও রয়েছে। কয়েক বছর আগে আভাকে নিয়ে এই বিষয়টি মাথাচাড়া দিয়েছিল। সাইয়ে থাকার সময়ে আভাকে ‘ছেলে’ সন্দেহে হোস্টেল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে আভা মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আবার সাইয়ে ফিরেছিলেন। প্রায় ১০-১২ বছর আগের ঘটনা। যেহেতু আভার বাদ পড়ার কারণ কেউ সামনে আনছে না, তাই এটাকে অনেকে কারণ হিসেবে ধারণা করছে। বিষয়টি যে ভীষণই স্পর্শকাতর এ নিয়ে সন্দেহ নেই। এমনিতেই তাঁর পরিবার নানা সমস্যায় জর্জরিত, অলিম্পিকের তালিকা থেকে বাদ পড়ায় হতাশা বাড়ছে।