ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম বিতর্কিত অধ্যায় বিরাট কোহলি বনাম নবীন উল হক। আফগান তারকা খেলেছেন লখনউ সুপার জায়ান্টসে। তাঁর সঙ্গে বিরাটের বিতর্ক বড় আকার নিয়েছিল। সদ্য ভারতের সিনিয়র লেগ স্পিনার অমিত মিশ্র নানা অভিযোগের ডালি খুলেছেন। ২০২৩ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চিন্নাস্বামীতে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লখনউ পেসার নবীন উল হককে স্লেজিং করেছিলেন বিরাট কোহলি। ম্যাচের মধ্যে দু-জনের কথা কাটাকাটিও হয়। অমিত মিশ্র নানা কথার সঙ্গে এমন প্রশ্নও তুলেছেন, ওই ঘটনার জেরে নবীন উল হক হয়তো কখনোই বিরাট কোহলিকে ক্ষমা করতে পারবেন না।
মেজর লিগ ক্রিকেটে খেলছেন আফগান পেসার নবীন উল হক। সোশ্যাল মিডিয়ায় অমিত মিশ্রর নানা বক্তব্য তিনিও দেখেছেন, শুনেছেন। টেক্সাস সুপার কিংসের হয়ে খেলছেন নবীন। আইপিএলে বিরাটের সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল ঠিকই, সেই বিরাট কোহলি দেশের হয়ে খেলার সময় কোনও বিতর্ককে প্রশ্রয় দেননি। ওয়ান ডে বিশ্বকাপে দিল্লিতে মুখোমুখি হয়েছিল ভারত ও আফগানিস্তান। বিরাটের নিজের শহরে ম্যাচ। গ্যালারি থেকে অনেকেই নবীন উল হককে বিদ্রুপ করতে থাকেন। ব্যাটিং থামিয়ে গ্যালারির দিকে পরিষ্কার বার্তা দেন, কোনও বিদ্রুপ নয়। এখন দেশের খেলা চলছে। বিরাটের আচরণে মুগ্ধ হয়েছিলেন নবীনও। দু-জনে হাত মেলান, নবীনকে কাছে টেনে নেন সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি।
অমিত মিশ্রর সেই দাবি উড়িয়ে নবীন উল হক বলছেন, ‘আমি আগেও এটা বলেছি। আবারও পরিষ্কার করে দিতে চাই। বিরাটের সঙ্গে যা হয়েছিল, সেটা সেই মুহূর্তেরই একটা ঘটনা মাত্র। ও ওর ফ্র্যাঞ্চাইজিকে প্রতিনিধিত্ব করছিল, আমি আমার দলের হয়ে খেলছি। ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলি আর দেশের হয়ে, মাঠে নেমে সেরাটা দেওয়াই লক্ষ্য থাকে। দু-জনের ক্ষেত্রেই বিষয়টা তাই। দিনের শেষে আমরা সকলেই প্লেয়ার এবং কাছের বন্ধুও। কেউ বা সতীর্থ। মাঠে নেমে কোনও ব্যক্তি লড়াই থাকে না। ওয়ান ডে বিশ্বকাপেই বিরাটের সঙ্গে যা মনোমালিন্য ছিল সব মিটে গিয়েছে।’