Sourav Ganguly: মহারাজকে নিয়ে ইস্ট-মোহনের দড়ি টানাটানি, রত্ন থেকে গৌরব; সব সৌরভ
কলকাতা: এই মরসুমে কতবার মুখোমুখি নামবে মোহনবাগান-ইস্টবেঙ্গল? অঙ্ক বলছে, মরসুমে ৫ বার দেখা হতে পারে দুই প্রধানের। ইতমধ্যে কলকাতা লিগ হয়ে গিয়েছে। ডুরান্ড কাপ, আইএসএল, সুপার কাপ ধরলে আরও ৪ বার দেখা হওয়া বাকি। যদি তারও বেশি এগোয়, তা হলে আরও বার-দু’য়েক বাড়তি দেখা হতে পারে। মাঠের হিসেব না হয় এখানেই শেষ। মাঠের বাইরে? আনোয়ার আলি থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) — ডার্বি রোজ চলছে ইস্ট-মোহনের। বিকেল ৩টে নাগাদ মোহনবাগান থেকে খবর এল সৌরভ রত্ন পাচ্ছেন সবুজ-মেরুনে। সন্ধে হতে না হতেই ওপাড়ায় আবার হইচই। সৌরভ এ বার ইস্টবেঙ্গলের গৌরব! অর্থাৎ ২৯ জুলাই মোহনবাগান দিবসে মহারাজ হাজির হবেন মঞ্চে। তিন দিন পর লাল-হলুদ দিবসে আবার ভারত গৌরব পাবেন সৌরভ। দাদাকে নিয়ে এ হেন দড়ি টানাটানি ইস্ট-মোহনের দেখে ময়দান হতবাক।
সৌরভ যতটা ক্রিকেটের, ততটাই ফুটবলের। সৌরভ যেমন মোহনবাগানের ভক্ত, তেমনই লাল-হলুদ অন্তপ্রাণ। অর্থাৎ সৌরভ বরাবরই ফুটবলপ্রেমী। লাল-হলুদের সঙ্গে সৌরভের যোগ সেই আটের দশক থেকে। স্কুল পালিয়ে যেমন মোহনবাগানের খেলা দেখতে যেতেন, তেমনই লাল-হলুদেও পা রাখতেন। সেই করতে গিয়ে মজিদ বাসকারের ভক্ত হয়ে যান। ইরানিয়ান ফুটবলারের অবিশ্বাস্য স্কিল ফুটবল মুখী করে তুলেছিল ছোট্ট সৌরভকে। সৌরভ যেমন মোহনবাগানের হয়ে টানা ৯ বছর ক্রিকেট খেলেছেন, ক্যাপ্টেন্সি করেছেন, জাতীয় দলের ক্যাপ্টেনও হয়েছেন সবুজ-মেরুনে থাকাকালীন, তেমনই ইস্টবেঙ্গলেও ক্রিকেটার সৌরভ মিলেমিশে রয়েছেন। তাঁর ক্লাব ক্রিকেট কেরিয়ার শুরুই হয়েছিল ইস্টবেঙ্গলের হয়ে। লাল-হলুদের হয়ে পারফর্মও করেছিলেন।
মোহনবাগানের দেখাদেখি নয়। প্রায় ১ মাস আগেই সৌরভকে ভারত গৌরব সম্মানে নিশ্চিত করে ফেলে ইস্টবেঙ্গল। ২৩ জুন সৌরভের সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে এনে তা বোঝাল ইস্টবেঙ্গল। সৌরভকে নিয়ে ইস্ট-মোহনের ভাগাভাগির কোনও জায়গা নেই। সৌরভকে নিয়ে ইস্ট-মোহনের দড়ি টানাটানিরও কোনও উপায় নেই। কারণ, সৌরভ আসলে বাংলার, বাঙালির। এই সৌরভ শুধু কি ইস্ট-মোহনের নাকি? সারা ময়দানের। খেলার বিস্তৃতি যতটা, সৌরভের পরিধি তাঁর চেয়েও বেশি।