স্টাম্প মাইকে মহেন্দ্র সিং ধোনির অনেক কথাই কানে আসে। কিছু মজার। কিছু আবার মজা করে বকুনির। ক্যাপ্টেন থাকাকালীন যেমন বলতেন, তেমনই ক্যাপ্টেন্সি ছাড়ার পরও। উইকেটের পিছন থেকে প্লেয়ারদের নানা নির্দেশ দিতে থাকেন। ভারতীয় দলের অনেক বোলারই এ কথা স্বীকার করে নিয়েছেন, মহেন্দ্র সিং উইকেটের পিছনে থাকা মানে তাঁদের কাজ সহজ হয়ে যেত। কোন লাইন, লেন্থে বল করলে সেই ব্যাটারকে ফাঁদে ফেলা যাবে, কেমন ফিল্ডিং প্রয়োজন, ব্যাটারের মস্তিষ্ক খুব ভালো ভাবে পড়তে পারেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন সেই ২০১৪ সালেই। সিরিজের মাঝপথে মহেন্দ্র সিং ধোনির ঘোষণা অবাক করেছিল। এর মধ্যে অক্ষর প্যাটেল পড়েছিলেন মহা সমস্যায়। বা বলা যেতে পারে, মাহি-সমস্যায়। কী ঘটেছিল?
সালটা ২০১৪। অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। ক্যাপ্টেন ছিলেন মহেন্দ্র সিং ধোনি। চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারেননি। সহ-অধিনায়ক বিরাট কোহলি ভারতকে নেতৃত্ব দেন। বিরাট কোহলি সেঞ্চুরি করলেও হারে ভারত। দ্বিতীয় টেস্টে ফেরেন ধোনি। সেটিতেও হার। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্ট হয়। সেই ম্যাচ ড্র হয়। আর এই ম্যাচের পরই হঠাৎ টেস্ট থেকে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি। চতুর্থ টেস্টে নেতৃত্ব দেন বিরাট কোহলিই।
সেই সফরে মূল স্কোয়াডের পাশাপাশি টিমের সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল অনেক তরুণ ক্রিকেটারকেই। অস্ট্রেলিয়া সফরে যেহেতু অনেক ম্যাচ থাকে, দীর্ঘ সফর হয়, সে কারণেই বিকল্প প্লেয়ার রাখা হয় টিমের সঙ্গে। তেমনই একজন ছিলেন তরুণ ক্রিকেটার অক্ষর প্যাটেল। দ্বিতীয় টেস্টের পর চোটে ছিটকে যান রবীন্দ্র জাডেজা। ফলে বাকি দুই টেস্টের জন্য স্কোয়াডে পরিবর্ত হিসেবে যোগ করা হয় অক্ষর প্যাটেলকে।
মেলবোর্ন টেস্টের পর ধোনি অবসর নেওয়ার পর ড্রেসিংরুমে নানা কথা বলেন রবি শাস্ত্রী। স্বাভাবিক ভাবেই ড্রেসিংরুমে গম্ভীর পরিস্থিতি। সদ্য স্কোয়াডে আসা অক্ষর প্যাটেল চুপচাপ দাঁড়িয়ে। হঠাৎই মহেন্দ্র সিং ধোনি বলেন, ‘বাপু তু আয়া অউর মুঝে লে গ্যয়া’! ধোনি বোঝাতে চেয়েছেন, অক্ষর প্যাটেল এলেন আর তিনি টেস্ট দল থেকে বিদায় নিলেন। অক্ষর প্যাটেলের মতো তরুণ ক্রিকেটার স্বাভাবিক ভাবেই এই কথায় চাপে পড়ে যান।
নিজেকে ধোনির অবসরের জন্য দায়ী করতে শুরু করেন। ভেবেছেন, সত্যিই হয়তো এমনটা হয়েছে। তাঁর চোখে মুখে এমন অস্থির পরিস্থিতি দেখে ধোনিই বোঝান যে, তিনি মজা করেই এমনটা বলেছেন। চূড়ান্ত স্বস্তি পান অক্ষর। ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নে ড্রেসিংরুমের এই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন ভারতীয় দলের অলরাউন্ডার অক্ষর প্যাটেল।