Rinku Singh: কোহলি নেই টিমে, এ বার আরেক সিনিয়রকে ব্যাটের আবদার রিঙ্কু সিংয়ের!Image Credit source: Sri Lanka Cricket
কলকাতা: বাইশ গজে তাঁর ব্যাটে ম্যাজিক দেখা যায়। তিনি সকলের প্রিয় রিঙ্কু সিং (Rinku Singh)। একটা সাদাসিধে ছেলে ধীরে ধীরে সকলের মন জয় করে চলেছেন। ২২ গজে চার-ছক্কা মারা অভ্যাসে পরিণত করে নিয়েছেন তিনি। ফিল্ডিংয়েও তাঁর তুলনা নেই। এই রিঙ্কুকে কে না ভালোবেসে থাকতে পারে! তাঁর অনুরাগীর সংখ্যাও যে কারণে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। এ বার তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে দেখা যাবে। এই সিরিজে টি-২০ টিমে নেই বিরাট কোহলি। টি-২০ বিশ্বকাপের পরই তো তিনি এই ফর্ম্যাটকে বিদায় জানিয়েছেন। কোহলি তাই টিমে নেই, এ বার রিঙ্কু আরেক সিনিয়রের থেকে ব্যাটের আবদার করে বসেছেন। কার কাছে এ বার ব্যাট চেয়েছেন আলিগড়ের নবাব? তাঁর আবদার কি রাখলেন সেই সিনিয়র?
রিঙ্কুর আবদারকে প্রশয় দেন তাঁর সিনিয়ররাও। বিরাট কোহলিই যেমন তাঁকে এক নয়, দুই বার নিজের ব্যাট দিয়েছেন। আইপিএল চলাকালীন। রিঙ্কুও হাসতে হাসতে তাঁর থেকে দু’বার ব্যাট চাইতে লজ্জা পাননি। এ বার রিঙ্কু এই ব্যাটের আবদার রেখেছেন সূর্যকুমার যাদবের কাছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের টি-২০ টিমের ক্যাপ্টেন স্কাই। তাঁর কাছেই এ বার টি-২০ সিরিজ শুরুর আগে রিঙ্কু ব্যাট চেয়েছেন।
সূর্যকুমার যাদব নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে রিঙ্কু সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ‘গডস প্ল্যান। ঠিক আছে ব্যাট নিয়ে নিও।’ আর সেই ইন্সটা স্টোরিটি রিঙ্কুও নিজের প্রোফাইলে শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন, ‘দে দো ভাইয়া ব্যাট।’
Yaheen bat-tein toh baad mein yaad aati hai! 😂🏏 pic.twitter.com/rxIyjDnDju
— KolkataKnightRiders (@KKRiders) July 24, 2024