Ruturaj Gaikwad: শ্রীলঙ্কা সফরে ব্রাত্য, ঋতুরাজ গায়কোয়াড় ক্ষতিপূরণ পেলেন যে ভাবে…
Image Credit source: BCCI
কলকাতা: মেন ইন ব্লুর নতুন মিশন ‘লঙ্কা-বধ।’ গৌতম গম্ভীরের কোচিংয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। শনিবার শুরু হচ্ছে ৩ ম্যাচের টি-২০ সিরিজ। কয়েক দিন আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতেছিল ভারত। শুভমন গিলের নেতৃত্বাধীন সেই ভারতীয় দলের (Team India) সদস্য ছিলেন ঋতুরাজ গায়কোয়াড়। সিকান্দার রাজার টিমের বিরুদ্ধে ভালো খেলেছিলেন ঋতুরাজ। ক্রিকেট মহলে অনেকেই মনে করেছিল, এ বার ঋতুর গন্তব্য শ্রীলঙ্কা। কিন্তু তিনি শ্রীলঙ্কা সফরে যাওয়ার সুযোগ পাননি। তা নিয়ে অনেকেই সরব হয়েছিলেন। শ্রীলঙ্কা সফরে ব্রাত্য ভারতের তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad), এ বার ক্ষতিপূরণ পেলেন। জানেন কী ভাবে?
ঋতুরাজ কেন শ্রীলঙ্কা সফরে সুযোগ পেলেন না? সেই প্রশ্ন প্রেস কনফারেন্সে জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকরের কাছেও রাখা হয়েছিল। তিনি জানিয়েছিলেন, দলে যখন ১৫জনকে বাছতে হয়, তখন সেটা কঠিন কাজ হয়ে ওঠে। তাই কেউ না কেউ বাদ পড়েন। তবে তাঁরা বোর্ডের ভাবনাতে রয়েছেন। ঋতুরাজ গায়কোয়াড় জিম্বাবোয়েতে ভালো ছন্দে থাকার পরও শ্রীলঙ্কা সফরে ডাক পাননি বলে দেশের একাধিক প্রাক্তন ক্রিকেটার সরব হয়েছিলেন। এ বার বলা হচ্ছে লঙ্কা সফরে ব্রাত্য ঋতু ক্ষতিপূরণ পেলেন।
Ruturaj Gaikwad appointed as the Captain of Maharashtra in Ranji Trophy 2024-25. 👌 pic.twitter.com/6EjG6aA4tZ
— Johns. (@CricCrazyJohns) July 25, 2024
আসলে, আসন্ন রঞ্জি ট্রফির জন্য মহারাষ্ট্র টিম ঘোষণা হয়েছে। সেখানে মহারাষ্ট্র টিমের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়কে। গত বারের রঞ্জি ট্রফিতে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন ঋতুরাজ। গত বছর মহারাষ্ট্র টিমকে নেতৃত্ব দিয়েছেন কেদার যাদব। তিনি অবসর নিয়েছেন। তাই মহারাষ্ট্র টিমের পক্ষ থেকে ঋতুরাজের উপর ভরসা রাখা হল। এর আগে তিনি ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া এ বছরই চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিয়েছেন ঋতুরাজ। এ বার দেখার মহারাষ্ট্র টিমকে তিনি রঞ্জি ট্রফিতে সফল ভাবে নেতৃত্ব দিতে পারেন কিনা।