Women’s Asia Cup 2024: ট্রফির লড়াইয়ে নামবেন স্মৃতিরা, কাছে থেকেও টিভিতে চোখ রাখবেন রিঙ্কু-স্কাইরা?
কলকাতা: রবি-বিকেলে শ্রীলঙ্কায় কি অষ্টম এশিয়া কাপ ট্রফিতে থাবা বসাবে হরমনপ্রীত কৌরের ভারত? এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছে ভারতীয় পুরুষ ক্রিকেট টিমও। সীমিত ওভারের সিরিজ খেলতে সেখানে গিয়েছে গৌতম গম্ভীরের দল। আর শ্রীলঙ্কাতেই রয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট টিমও। আজ, রবিবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টে থেকে রয়েছে মহিলাদের এশিয়া কাপের ফাইনাল। সুদূর ডাম্বুলায় একদিকে মেয়েদের এশিয়া কাপের (Women’s Asia Cup 2024) সবচেয়ে সফল দল ভারত। এবং ৫ বারের রানার্স শ্রীলঙ্কা। হ্যারি-স্মৃতিদের হারিয়ে কি চামারি আতাপাত্তুর শ্রীলঙ্কা পারবে প্রথম এশিয়া কাপ জয়ের স্বাদ? নাকি ভারতের ট্রফি ক্যাবিনেটে জুড়বে নবম এশিয়া কাপ ট্রফি। এই মুহূর্তে যেহেতু সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিংরা শ্রীলঙ্কাতেই রয়েছেন, ফলে তাঁরা কি মেয়েদের এশিয়া কাপ ফাইনাল দেখতে যেতে পারেন? ক্রিকেট প্রেমীদের মনে উঁকি দিয়েছে সেই প্রশ্ন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে সূর্যকুমারের ভারত প্রথম টি-২০ ম্যাচে ৪৩ রানে জিতেছে। যার ফলে ৩ ম্যাচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। এ বার প্রশ্ন হল, স্মৃতিদের এশিয়া কাপের শেষ লড়াই কি ডাম্বুলায় গিয়ে দেখবেন রিঙ্কুরা? হয়তো তা সম্ভব হবে না। দূরত্ব বাধা না হলেও, এখানে সমস্যা অন্য জায়গায়। আজ, রবিবার রয়েছে ভারত ও শ্রীলঙ্কার দ্বিতীয় টি-২০ ম্যাচ। তা রয়েছে পাল্লেকেলে। আর ডাম্বুলা থেকে পাল্লেকের দূরত্ব প্রায় ২ ঘণ্টার মতো। ভারতীয় সময় অনুযায়ী রবিবার সন্ধে ৭টা থেকে ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টি-২০ ম্যাচ। ফলে কাছে থেকেও মেয়েদের এশিয়া কাপ দেখার জন্য হয়তো টেলিভিশনে চোখ রাখতে পারেন হার্দিক-শুভমনরা।
রবিবার ভারত শ্রীলঙ্কাকে মেয়েদের এশিয়া কাপ ফাইনালে হারালে অষ্টম খেতাব জয় হবে। শ্রীলঙ্কা থেকে মোট তিনটি ট্রফি আনার সুযোগ ভারতের সামনে। মহিলাদের এশিয়া কাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি সিরিজ ও ওয়ান ডে সিরিজ ট্রফি। এশিয়া কাপে যেমন আজ ফাইনাল, তেমনই সন্ধ্যায় টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করার ম্যাচ স্কাইদের।