প্যারিসে হতাশার খবর, গেমস ভিলেজেই মৃত্যু বক্সিং কোচের


প্যারিস অলিম্পিকে হতাশার খবর। গেমস ভিলেজেই মৃত্যু বক্সিং কোচের। সামায়োর বক্সিং কোচ লিওনেল এলিকা ফাতুপাইতোর হৃদরোগে মৃত্যু হয়। তাঁর বয়স ৬০। অলিম্পিক গেমসের আধিকারিকরাই এ খবর জানিয়েছেন। আন্তর্জাতিক বক্সিং সংস্থা তাঁর মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছে। অলিম্পিকের উদ্বোধনের দিনই তিনি হৃদরোগে আক্রান্ত হন। জরুরি ভিত্তিতে তাঁর চিকিৎসা হলেও বাঁচানো যায়নি।

অলিম্পিকের লোকাল প্রসিকিউটর অফিসের তরফে জানানো হয়েছে, এটি স্বাভাবিক মৃত্যু। আন্তর্জাতিক বক্সিং সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই খেলার প্রতি তাঁর দায়বদ্ধতা প্রশংসনীয়। ওর লেগ্যাসি পরবর্তী প্রজন্মকে উৎসাহিত করবে।’ প্যারিস অলিম্পিকে বক্সিং ইভেন্ট শুরু হয়েছে শনিবার। এর মাঝেই সামোয়া কোচের মৃত্যুর খবরে অস্বস্তি তৈরি হয়েছে।

প্যারিস অলিম্পিক ঘটনাবহুল হয়ে উঠেছে। গেমস শুরুর আগে নানা অস্বস্তি ছিল। তেমনই বেশ কিছু বিতর্কও তৈরি হয়েছে। এর মাঝেই বিভিন্ন দেশের সফল অভিযান। অ্যাথলিটরা নিজেদের নিজেদের ইভেন্টে নজর কাড়ার চেষ্টা করছেন। তবে গেমস ভিলেজে মৃত্যুর খবরে তৈরি হয়েছে অস্বস্তিও।

Leave a Reply