সূর্যকে বাঁ-হাতে, পন্থকে ডান-হাতে বল করে চমকে দিলেন শ্রীলঙ্কার সব্যসাচী বোলার


IND vs SL: সূর্যকে বাঁ-হাতে, পন্থকে ডান-হাতে বল করে চমকে দিলেন শ্রীলঙ্কার সব্যসাচী বোলারImage Credit source: X

কলকাতা: যার দুই হাত সমান চলে, তাঁকে বলা হয় সব্যসাচী। পাল্লেকেলে শনিবার দেখা গিয়েছে শ্রীলঙ্কার এক সব্যসাচী বোলারকে। কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir), ক্যাপ্টেন সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) যুগে মেন ইন ব্লু জয় দিয়ে সফর শুরু করেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচ জিতেছে ভারত। ওই ম্যাচেই দেখা গিয়েছে শ্রীলঙ্কার এক বোলার ভারতের ইনিংস চলাকালীন এক ওভারে দু’হাতে বল করেন। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে সেই বোলারের ছবি। জানেন কে তিনি?

লঙ্কানদের ‘হিডেন ট্যালেন্ট’ (লুকিয়ে থাকা প্রতিভা) বললে তাঁকে ভুল হবে না। কথা হচ্ছে ২৫ বছর বয়সী শ্রীলঙ্কার অলরাউন্ডার কামিন্দু মেন্ডিসকে নিয়ে। তাঁকেই বলা হচ্ছে সব্যসাচী বোলার। দুই হাতে একই কাজে যিনি পারদর্শী তাঁকে এমনটা বলা হয়ে থাকে। তিনি ভারতের ইনিংস চলাকালীন ১০তম ওভারে বোলিং করেন কামিন্দু মেন্ডিস। তাঁর প্রথম বলেই চার মারের ভারতের ক্যাপ্টেন স্কাই। এর পরের ৫টি বলে সিঙ্গলস নেন সূর্য-পন্থরা। ওই ওভারে কামিন্দু মেন্ডিস বাঁ-হাতে বল করেন সূর্যকুমার যাদবকে। এরপর ঋষভ পন্থ যখন তাঁর সামনে আসেন, সেই সময় কামিন্দু তাঁকে ডান হাতে বল করেন। মুহূর্তের মধ্যে তাঁর এই দুই হাতে ভারতের দুই ব্যাটারকে দুই হাতে বল করার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

নেটিজ়েনরা অবাক হয়েছেন কামিন্দুর এই প্রতিভা দেখে। অনেকেই তাই তাঁর ছবি শেয়ার করে নিজেদের অবাক হওয়ার কথা জানিয়েছেন। অবশ্য কামিন্দু মেন্ডিস এই প্রথম বার দু’হাতে বল করলেন না। তিনি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলার সময়ও দু’হাতে বল করেছিলেন। তিনি সেই সময় ছিলেন শ্রীলঙ্কা টিমের ক্যাপ্টেন। সেই সময়ও তিনি শিরোনামে এসেছিলেন। সিনিয়র টিমে এ বার দু’হাতে বল করে ফের চর্চায় কামিন্দু মেন্ডিস।



Leave a Reply