Paris 2024, Archery: হাওয়ার কাছে ঠিকানা হারাল ভারত, অঙ্কিতারা অতীত বদলাতে পারলেন না আর্চারিরImage Credit source: X
কলকাতা: তারুণ্য এবং অভিজ্ঞতা কোনওটাই কাজে এল না। যে ভাবে শেষ আটে পা রেখেছিল টিম, ভাবা হয়েছিল পদক নিশ্চিত। ঠিক এখানেই অলিম্পিকের ক্যারিশমা। গ্রুপ স্টেজে কে কী করেছেন, পদক-সম্ভবনার ম্যাচে সে সব হিসেবেই আসে না। এলও না। অঙ্কিতা ভকত, ভজন কৌর দু’জনই নতুন মুখ। আর রয়েছেন অভিজ্ঞ দীপিকা কুমারী। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেল দিয়েও অনেক সময় পদক অর্জন করা যায় না। যদি না লক্ষ্যে অবিচল থাকা যায়। তিরন্দাজির মতো ইভেন্টে লক্ষ্যভেদই আসল। আর সেটাই করতে পারলেন না ভারতের (India) তিন মেয়ে। নেদারল্যান্ডসের (Netherlands) বিরুদ্ধে স্ট্রেট সেটে হেরে পদক রেখে এলেন প্যারিসেই।
প্যারিস গেমসে পদক থেকে দু’ধাপ দূরে ছিলেন ভারতের মহিলা তিরন্দাজরা। পদকের কাছে পৌঁছতে হলে ডাচ-দেওয়াল পেরোতে হত অঙ্কিতা-দীপিকা-ভজনদের। কিন্তু তা আর হল কই! রবিবার বিকেলে মনু ভাকের ১০ মিটার এয়ার পিস্তল থেকে ব্রোঞ্জ পেয়ে ভারতের পদকের খাতা খুলেছেন। প্যারিস থেকে ভারতে দ্বিতীয় পদক আসতে পারত তিরন্দাজি থেকে। কিন্তু ভজন সর্বস্ব উজাড় করে চেষ্টা করলেও অঙ্কিতা-দীপিকারা পারলেন না। যার ফলে ভারতের মেয়েরা কোয়ার্টার ফাইনালেই আটকে গেল নেদারল্যান্ডসের কাছে।
🇮🇳 𝗔 𝗱𝗶𝗳𝗳𝗶𝗰𝘂𝗹𝘁 𝗿𝗲𝘀𝘂𝗹𝘁 𝗳𝗼𝗿 𝗼𝘂𝗿 𝗮𝗿𝗰𝗵𝗲𝗿𝘀! The Indian women’s team faced defeat against the Netherlands in the quarter-final, ending their campaign in the women’s team archery event.
🏹 A close first set was followed by a disappointing performance in the… pic.twitter.com/fMLJU7iQ41
— India at Paris 2024 Olympics (@sportwalkmedia) July 28, 2024
শুরুতেই ডাচদের থেকে পিছিয়ে পড়েন ভারতের মহিলা আর্চাররা। প্রথম সেটে ৫২ স্কোর করে ২ পয়েন্ট তুলে নেন ডাচ আর্চাররা। সেখানে মাত্র ১ স্কোরের জন্য ২ পয়েন্ট হাতছাড়া হয়। এরপর দ্বিতীয় সেটে ৫৪ স্কোর করেন ডাচরা। সেখানে ভারত করে ৪৯ স্কোর। পরপর দুই সেট খোয়ানোর পর তৃতীয় সেটেও ঘুরে দাঁড়াতে পারেননি অঙ্কিতা-দীপিকারা। তৃতীয় সেটে নেদারল্যান্ডস করে ৫৩ স্কোর আর ভারত আটকে যায় ৪৮ স্কোরে। যার ফলে ৬-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে ডাচরা।