অভিষেক অলিম্পিকে মরিয়া লড়াই, সপ্তমে শেষ করলেন ভারতের রমিতা


প্রথম অলিম্পিক। ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে উঠে চমকে দিয়েছিলেন। কিন্তু পদক এল না। শুরু থেকে মরিয়া লড়াই করলেও প্রতিদ্বন্দ্বিতা ছিল চূড়ান্ত। প্য়ারিসে ১০ মিটার এয়ার রাইফেল ফাইনালের সূচনা করেন অলিম্পিকে সোনার পদকজয়ী ভারতের একমাত্র শুটার অভিনব বিন্দ্রা। ২০ বছরের রমিতা জিন্দাল। কি নার্ভাস ছিলেন? হয়তো। তবে শুরু থেকে দাঁতে দাঁত চেপে লড়াই। অভিজ্ঞতার অভাবও অন্তরায় হয়ে দাঁড়ায়। স্বপ্ন জাগিয়েও এ বারের মতো সপ্তম স্থানেই শেষ করলেন ভারতীয় তরুণী।

প্রথম পাঁচ শটের সিরিজের পর চিনের ১৭ বছরের হুয়াং হি টিন শীর্ষে ছিলেন। চতুর্থ স্থানে ভারতের রমিতা জিন্দাল। তাঁর পয়েন্ট ৫২.৫। প্রথম পাঁচ শটের সিরিজের নিরিখে ভালোই বলা যায়। দ্বিতীয় পাঁচ শটের সিরিজের পর এলিমিনেশন পর্ব শুরু। ফলে আরও ভালো করাই টার্গেট ছিল রমিতার। ফোকাস এবং ব্যালান্স। মূলমন্ত্র সেটাই। দ্বিতীয় পাঁচ শটের পর রমিতা জিন্দাল সপ্তম স্থানে। ১০৪ পয়েন্ট দাঁড়ায় তাঁর। তবে বাকিদের সঙ্গে পার্থক্য ছিল সামান্যই। কিন্তু এই সামান্য ব্য়বধানই যে অনেক বড়, সেটাই প্রমাণিত হল।

এরপর নকআউট পর্ব শুরু হয়। ১১ নম্বর শটের পর সপ্তম স্থানেই থাকেন রমিতা। এখান থেকে ঝুঁকির শুরু। ১১৪.৪ পয়েন্ট ছিল রমিতার। প্রথম এলিমিনেশন শটে ১০.৫ মারেন রমিতা। ১২ নম্বর শটের পর ১২৪.৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে আসেন। ছিটকে যান নরওয়ের জেনেট। ১৩ নম্বর শটের ১৩৫.১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রমিতা। ফলে টিকে থাকেন তিনি। কাজাখস্থানের প্রতিদ্বন্দ্বীর সঙ্গে পয়েন্টে টাই হয় রমিতার। কাজাখস্থানের প্রতিদ্বন্দ্বী ১০.৮ মারেন। রমিতা ১০.৫। সপ্তম স্থান থেকে ১৪৫.৩ পয়েন্ট নিয়ে বিদায় নেন অলিম্পিকে অভিষেককারী রমিতা জিন্দাল।

Leave a Reply