প্যারিসে ভারতের পদকের খাতা খুলেছেন মনু ভাকের। দীর্ঘ এক যুগ পর শুটিংয়ে পদক জিতেছে ভারত। শুধু তাই নয়, ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে পদক জিতে ইতিহাস গড়েছেন। প্যারিসে প্রথম সাফল্যের পর মনু ভাকের বলেছিলেন, একটা পদকেই থামতে চান না। তাঁর নজরে বাকি ইভেন্টেও। টিম ইভেন্টেও রয়েছেন ২২ বছরের মনু ভাকের। টোকিওতে বন্দুকের সমস্যায় হতাশা নিয়ে ফিরেছিলেন। এ বার শুরুতেই সাফল্য পেয়েছেন। দেশের প্রধানমন্ত্রী ফোন করে কথা বলেছেন মনুর সঙ্গে। তাঁকে উৎসাহ জুগিয়েছেন। শুরুটা ভালো হওয়ায় আরও পদকের জন্য আত্মবিশ্বাস পাবেন মনু, সেটাও বলেছিলেন মোদী। আরও একটা পদকের স্বপ্ন জিইয়ে রাখলেন।
বিস্তারিত আসছে…