২০২৪ সালের অলিম্পিকে প্রথম পদক এল ভারতের ঝুলিতে। ব্রোঞ্জ পদক এনে দিলে মনু ভাকের। দীর্ঘ ১২ বছর পর শুটিংয়ে পদক পেল ভারত।
প্রথম মহিলা শুটারও মনু, যিনি অলিম্পিকে পদক পেলেন। রবিবার থেকেই চর্চায় মনু ভাকের। ভারতীয় শুটিংয়ের 'পোস্টার গার্ল' বলা হচ্ছে তাঁকে।
রবিবার প্যারিস অলিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল শুটিংয়ে এক চুলের জন্য রুপোর পদক পাননি মনু। ০.০১ পয়েন্টের জন্য রুপো হাতছাড়া হয়েছে।
২২১.৭ পয়েন্ট নিয়ে ফাইনালে ব্রোঞ্জ পেয়ে অন্তত টোকিও অলিম্পিকের পদক হাতছাড়া হওয়ার দুঃখটা কিছুটা মিটেছে।
প্যারিস অলিম্পিকে ভারতের নাম উজ্জ্বল করা মনু ভাকের হরিয়ানার মেয়ে। মাত্র ২২ বছরেই তাঁর সম্পত্তি কত জানেন?
তথ্য বলছে, অলিম্পিকে পদকজয়ী মনু কোটিপতি।
তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা। তবে এই সম্পত্তি পুরোটাই কিন্তু খেলা থেকেই অর্জন করেছেন মনু।
মাত্র ৬ বছর বয়স শুটিংয়ে হাতেখড়ি। ১৪ বছর বয়স থেকেই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মনু। টুর্নামেন্ট, পুরস্কারের অর্থ যেমন পেয়েছেন মনু, তেমনই বিভিন্ন স্পনসরশিপও রয়েছে।
কমনওয়েলথ গেমস পদক জেতার পরই মনুকে হরিয়ানা সরকার ২ কোটি টাকা পুরস্কার দিয়েছিল। ওজি কিউ নামক একটি সংস্থা মনুর স্পনসর। তাঁরাই মনুর প্রশিক্ষণ ও টুর্নামেন্টের যাবতীয় খরচ বহন করে।