অভিষেক করতে চলেছেন মহম্মদ সিরাজ। ঠিকই পড়েছেন। তবে তিনি ভারতের নন, শ্রীলঙ্কার মহম্মদ সিরাজ। ইংরেজিতে নামের বানান কিছুটা আলাদা। উচ্চারণ একই। তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। কলম্বোতেই হবে তিনটি ম্যাচ। শ্রীলঙ্কা অধিনায়ক চরিত আসালঙ্কা টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন। ড্রাই পিচে প্রথমে ব্যাট করে বড় স্কোরাই লক্ষ্য, পরিষ্কার করে দিলেন আসালঙ্কা। টি-টোয়েন্টি সিরিজে যা হয়েছে, তা ভুলতে চাইছেন শ্রীলঙ্কা ক্যাপ্টেন। শ্রীলঙ্কা শিবির নানা সমস্যায় জর্জরিত। চোটের জন্য ছিটকে গিয়েছেন তাদের পাঁচ প্রথম সারির পেসার। দলের সিনিয়র পেসার অসিত ফার্নান্ডো! হাতে গোনা কয়েকটি ম্যাচ খেলেছেন। অভিষেক করছেন মহম্মদ সিরাজ।
টি-টোয়েন্টি সিরিজে সারপ্রাইজ দিয়েছিলেন সূর্যকুমার যাদব। শেষ টি-টোয়েন্টিতে ১৯তম ওভারে রিঙ্কু সিং এবং শেষ ওভারে বোলিং করেছিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মাও কি বোলিং করবেন? স্কট স্টাইরিসের প্রশ্নে হেসে ফেললেন রোহিত। বলছেন, ‘টিমে প্রচুর বোলার রয়েছে, ওরাই হাত ঘোরাবে। আমি ব্যাটিংয়েই মনসংযোগ করতে চাই’। টস হারলেও চিন্তিত নন রোহিত। ম্যাচ যত এগোবে পিচ স্লো হবে। এখানে অনেক খেলেছি।’
টিমে কী বদল হচ্ছে সেই প্রশ্নেও মজার উত্তর, ‘আমি ফিরেছি, বিরাটও।’ বলেই হেসে ফেললেন। রোহিত যোগ করেন, ‘আমরা একটা ব্যালান্স টিম চাইছিলাম। সেটা রয়েছে। ওয়ান ডে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলাম, যদিও ট্রফি জিততে পারিনি। তবে পুরো টুর্নামেন্টের আত্মবিশ্বাসটাই এই সিরিজেও দেখাতে চাই। প্রত্যেকককে স্বাধীনতা দেওয়া হয়েছে।’ প্রথম ম্যাচে অবশ্য় কম্বিনেশন নিয়ে কোনও সারপ্রাইজ দিলেন না রোহিত। ফলে অভিষেক হল না রিয়ান পরাগ কিংবা হর্ষিত রানার।
ভারতের একাদশ: রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, শিবম দুবে, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্ক, অভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস, সাদিরা সমরবিক্রম, চরিত আসালঙ্কা, জেনিত লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারঙ্গা, দুনিথ ওয়েলালাগে, আকিলা ধনঞ্জয়, অসিত ফার্নান্ডো, মহম্মদ সিরাজ