শ্রীলঙ্কার হয়ে ওয়ান ডে ক্রিকেটে এক ম্যাচে সেরা বোলিং পরিসংখ্যান কিংবদন্তি মুথাইয়া মুরলিধরনের। ৩০ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। সেই রেকর্ড আশঙ্কায় ছিল। সৌজন্যে ৮ মাস পর ওয়ান ডে ক্রিকেটে ফেরা এক বোলার। শ্রীলঙ্কা এমনিতেই ব্যাকফুটে ছিল। তাদের প্রথম সারির পাঁচ পেসার চোটের কারণে ওয়ান ডে সিরিজ শুরুর আগেই ছিটকে যান। প্রথম ওয়ান ডে-তে চোট পেয়ে ছিটকে যান দলের প্রধান স্পিনার ওয়ানিন্দু হাসারঙ্গাও। পাওয়া যায়নি মহেশ থিকসানাকেও। এক পেসার কমিয়ে এবং হাসারঙ্গার পরিবর্তে কামিন্দু মেন্ডিস ও জেফরি ভ্যানডারসেকে একাদশে আনেন শ্রীলঙ্কা অধিনায়ক। সেটাই মাস্টারস্ট্রোক হয়ে দাঁড়ায়।
বিস্তারিত আসছে…