প্যারিসে পদক থেকে এক কদম দূরে থামলেন লক্ষ্য-অঙ্কিতারা, তালিকায় আর কারা?


Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে ভারতের ৪-এর সাত ‘ব্যথা’
Image Credit source: PTI

কলকাতা: অল্পের জন্য বিরাট মিস! এ আক্ষেপ যেন কখনও ভোলার নয়। অলিম্পিকে চতুর্থ হয়ে অতীতে থামতে হয়েছে একাধিক ভারতীয় অ্যাথলিটকে। এ বার প্যারিস অলিম্পিকে সেই তালিকা আরও দীর্ঘ হল। প্যারিস গেমসে অলিম্পিক পদক থেকে ঠিক এক কদম দূরে থামতে হচ্ছে একের পর এক ভারতীয় অ্যাথলিটদের। টোকিও অলিম্পিক থেকে ১টি সোনা-সহ ৭টি পদক দেশকে দিয়েছিলেন ভারতীয় অ্যাথলিটরা। এ বার গ্রেটেস্ট শো অন দ্য আর্থ থেকে এখনও অবধি মাত্র ৩টি পদক এসেছে দেশে। তার তিনটিই শুটিং থেকে। তবে অল্পের জন্য প্যারিস গেমসে পদক হাতছাড়া করেছেন ভারতের ৭ অ্যাথলিট। অতীতে কিংবদন্তি মিলখা সিং, পিটি উষারা অলিম্পিকে চতুর্থ হয়েছিলেন। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) এই তালিকায় নাম লেখালেন কারা?

অলিম্পিকে ভারতের প্রাপ্তির তালিকা যেমন রয়েছে, তেমনই অপ্রাপ্তির তালিকাটাও লম্বা। হকিতে সেই মেলবোর্নে ভারতীয় টিম চতুর্থ হয়েছিল। এরপর মিলখা সিং রোম অলিম্পিকে চতুর্থ স্থানে শেষ করেছিলেন। তালিকাটা তারপর থেকে বেড়েই চলেছে। অতীতে পিটি উষা, কুঞ্জরানী দেবী, জয়দীপ কর্মকার, দীপা কর্মকার, অদিতি অশোক, লিয়েন্ডার পেজ ও মহেশ ভূপতিরা অলিম্পিকে চতুর্থ হয়েছেন। প্যারিস গেমসে এখনও অবধি ৭ অ্যাথলিট চতুর্থ স্থানে শেষ করেছেন।

  1. মনু ভাকের – প্যারিস অলিম্পিকে জোড়া ব্রোঞ্জ পেয়েছেন ভারতের শুটিং রাইজিং স্টার মনু ভাকের। তাঁর কাছে সুযোগ ছিল প্যারিস থেকে পদকের হ্যাটট্রিক করার। কিন্তু ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে তিনি থামেন চতুর্থ স্থানে।
  2. অঙ্কিতা ভকত-ধীরাজ বোম্মাদেভারা – অলিম্পিকে কখনও আর্চারি থেকে দেশে পদক আসেনি। এ বার সেই আক্ষেপ মেটানোর সুযোগ ছিল ভারতীয় আর্চারদের কাছে। কিন্তু অল্পের জন্য তাঁদের লক্ষ্যভ্রষ্ট হয়েছে। মিক্সড টিম ইভেন্টে আমেরিকার বিরুদ্ধে ব্রোঞ্চ পদকের ম্যাচে ভারত হেরে যায় ৬-২ ব্যবধানে। ফলে চতুর্থ স্থানে শেষ করেন অঙ্কিতা ভকত-ধীরাজ বোম্মাদেভারা।
  3. লক্ষ্য সেন – প্যারিস গেমসে ব্যাডমিন্টনে পুরুষদের ব্রোঞ্জ মেডেল ম্যাচে মালয়েশিয়ার শাটলারের কাছে হেরে গিয়েছেন লক্ষ্য সেন। যার ফলে চতুর্থ হয়েই তাঁকে প্যারিস থেকে দেশে ফিরতে হচ্ছে।
  4. মাহেশ্বরী চৌহান ও অনন্তজিৎ সিং – মনু ভাকেরের পর আরও দুই ভারতীয় শুটার প্যারিস গেমসে চতুর্থ স্থানে শেষ করেছেন। স্কিট মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদক ম্যাচে নেমেছিলেন মাহেশ্বরী চৌহান ও অনন্তজিৎ সিং। তাঁরা চিনা জুটির কাছে হেরে গিয়ে চতুর্থ স্থানে শেষ করেছেন।
  5. অর্জুন বাবুতা – প্যারিস অলিম্পিকে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টের ফাইনালে উঠেছিলেন অর্জুন বাবুতা। প্রথম সিরিজ থেকেই শীর্ষ তিনের মধ্যেই ওঠানামা করছিলেন। এমনকি দুইয়েও উঠেছিলেন। তাঁর পদক কার্যত নিশ্চিত ছিল। কিন্তু শেষ অবধি চতুর্থ স্থানে থামেন তিনি।

Leave a Reply