বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কারণে প্রভাব পড়তে পারে ক্রীড়াক্ষেত্রেও। বাংলাদেশে অতিজনপ্রিয় ক্রিকেটই। ফলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বড়সড় পালা-বদলের সম্ভাবনা। বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার সহ বিভিন্ন ক্রীড়া সংগঠন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে অবস্থান করে। সূত্রের খবর, বিসিবি অফিসেও ভাঙচুরের ঘটনার সম্ভাবনা ছিল। যদিও বাংলাদেশের দুই প্রাক্তন অধিনায়ক উপস্থিত থাকায় অপ্রীতিকর কিছু ঘটেনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই সে দেশে নানা ঘটনা ঘটতে থাকে। সরকার পড়ে যাওয়ার পর পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। এর আঁচ ক্রীড়াক্ষেত্রেও।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। তিনি প্রাক্তন ক্রীড়ামন্ত্রীও। শেখ হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টও দেশ ছেড়েছেন। এরপরই মনে করা হচ্ছে, বোর্ডে বড় রদবদল হতে পারে। বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যম প্রথম আলোর খবর অনুযায়ী, এ দিন বিসিবি কার্যালয়ের সামনে একাধিক ক্রিকেট সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রাক্তন যুগ্মসচিবও উপস্থিত ছিলেন।
বাংলাদেশ বোর্ডে যে অচালবস্থা তৈরি হয়েছে, তার আভাস মিলেছিল গত কালই। বাংলাদেশ এ দলের পাকিস্তান সফর পিছিয়ে দেওয়া হয়েছিল। বিসিবির সামনে অবস্থানের পর বাংলাদেশের প্রাক্তন দুই অধিনায়ক বিসিবির মিটিং রুমেও বসেন। সেখানে অন্যান্যরাও ছিলেন। বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি তথা প্রাক্তন অধিনায়ক হাবিবুল বাশার বলেন, ‘আমরা সুদিনের আশা করছি।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পদে হাবিবুল বাশারকেও দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।