সেমিফাইনালে এগিয়ে থেকেও হার, ব্রোঞ্জের ম্যাচে ভারত


প্রথম কোয়ার্টার থেকেই আক্রমণাত্মক ভারতীয় হকি দল। যদিও জার্মান গোলকিপারের কাছে বারবার আটকে যাচ্ছিলেন হরমনপ্রীতরা। পরপর বেশ কিছু পেনাল্টি কর্নার পায় ভারত। কখনও প্রতিপক্ষ ডিফেন্সে আটকে যাচ্ছিল, আবার কখনও লক্ষ্যভ্রষ্ট। প্যারিসে খেলা হচ্ছিল নাকি ভুবনেশ্বরে, গ্যালারির পরিস্থিতি দেখে বোঝা কঠিন। তা আরও জোরালো হল প্রথম কোয়ার্টারেই লাগাতার প্রতিপক্ষর উপর চাপ তৈরির পর ক্যাপ্টেন হরমনপ্রীত সিংয়ের গোলের পর। প্রথম কোয়ার্টারেই জার্মানির বিরুদ্ধে ১-০ এগিয়ে যায় ভারত। প্যারিসে হরমনপ্রীতের অষ্টম গোল। কিন্তু এগিয়ে থেকেও ফাইনালে যাওয়া হল না ভারতের। শেষ অবধি ৩-২ ব্যবধানে জিতে সোনার পদকের ম্যাচে জার্মানি। ভারত খেলবে ব্রোঞ্জের ম্যাচে স্পেনের বিরুদ্ধে।

বিস্তারিত আসছে….

Leave a Reply