রাতারাতি বাড়ল ২ কেজি, কেন কমাতে পারলেন না বিনেশ ফোগাট? কী ব্যাখ্যা মেডিকেল চিফ অফিসারের


ওজন কমানোর জন্য কী কী করেছেন বিনেশ, বিস্তারিত জানালেন ডাক্তার দিনশ।

কলকাতা: বিনেশ ফোগাট (Vinesh Phogat) এখন বিপর্যয়ের মুখে। প্যারিস অলিম্পিকে (Paris Olympics 2024) সোনা থেকে এক কদম দূরে দাঁড়িয়ে ছিলেন। সেখান থেকে হঠাৎ অলিম্পিকে বাতিল তিনি। যার জেরে একেবারে ভেঙে পড়েছেন। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে তিনি রাতারাতি ২কেজি ওজন কী করে বাড়ালেন? একই সঙ্গে এই প্রশ্নও উঠছে যে, তিনি ১কেজি ৯০০ গ্রাম রাতারাতি কমিয়ে ফেললেন। তা হলে আর ১০০ গ্রাম কমাতে কেন পারলেন না? অলিম্পিকের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেছে বলে অনেকেই মনে করতে পারছেন না। এই প্রসঙ্গে প্যারিস থেকে কী বলছেন ভারতীয় টিমের মেডিকেল চিফ অফিসার দিনশ পার্দিওয়ালা?

প্যারিস অলিম্পিকে যাওয়া ভারতীয় টিমের মেডিকেল চিফ অফিসার দিনশ পার্দিওয়ালা বলেন, ‘কুস্তিগিররা তাঁদের ওজনের থেকে কম বিভাগে লড়তে নামেন। সেক্ষেত্রে তাঁদের অ্যাডভান্টেজ হয় যে, কম শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে তাঁরা নামতে পারেন। কুস্তিগিরদের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য খাবার, জল সবকিছু মেপে দেওয়া হয়। এ ছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অ্যাথলিটের ঘাম হওয়া জরুরি। অনেক সময় ওয়েট কাট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে দুর্বল লাগতে পারে ও এনার্জি কমে যেতে পারে। বেশিরভাগ কুস্তিগির ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অল্প পরিমাণে জল পান করেন ও হাই এনার্জি ফুড খাবার চেষ্টা করেন।’

বিনেশের ওজন যাতে নিয়ন্ত্রণে থাকে, তার জন্য সব রকম চেষ্টা করেছেন তাঁর পুষ্টিবিদরা। ডাক্তার দিনশ পার্দিওয়ালা বলেন, ‘পুষ্টিবিদরা অ্যাথলিটদের জন্য সবকিছু পরিমাপ করে দেন। বিনেশের পুষ্টিবিদ মনে করেন, সারাদিনে ১.৫ কিলোগ্রাম খাবার ও জল খেলে বিনেশ বাউটের জন্য তৈরি থাকবেন। অনেক সময় প্রতিযোগিতা শেষ হলে কোনও কোনও কুস্তিগিরের ওজন বেড়ে যায়। বিনেশের যেহেতু ৩টে বাউট ছিল, তাই ওর যাতে ডিহাইড্রেশন না হয়, তাই অল্প পরিমাণে ওকে জল দেওয়া হয়েছিল।’

প্যারিস গেমসে মঙ্গলবার ৩টে বাউটের পর বিনেশের ওজন বেড়ে যায়। এরপরই ভারতীয় মেডিকেল টিম উঠে পড়ে লেগে যায় তাঁর ওজন ৫০কেজিতে ফেরানোর জন্য। ডাক্তার দিনশ বলেন, ‘আমরা লক্ষ্য করি বাউটের শেষে স্বাভাবিকের থেকে ওর ওজন  বেশি বেড়ে গিয়েছিল। এরপর ওর যে কোচরা সব সময় ওর সঙ্গে থাকে, তাঁরা ঠিক করেন সাধারণ পন্থা অবলম্বন করে ওর ওজন কমানোর চেষ্টা করা হবে। রাতারাতি ওর ওজন কমানোর প্রক্রিয়া শুরু হয়। আমরা সব রকম চেষ্টা করেছি। তারপরও সকাল বেলায় দেখা যায় ৫০ কেজি বিভাগের জন্য ওর ওজন ১০০ গ্রাম বেশি। যে কারণে ও বাতিল হয়েছে। আমরা ওর ওজন কমানোর সব রকম চেষ্টা করেছি। ওর চুল কাটা হয়। এমনকি ওর জামা কাপড়ও কাটা হয়। সবকিছু করার পরও ওকে ৫০ কেজির জন্য তৈরি করা যায়নি।’

বুধবার প্যারিস থেকে বিনেশের বাতিলের খবর পাওয়ার পর জানা গিয়েছিল, তিনি হাসপাতালে ভর্তি। এই নিয়ে দিনশ বলেন, ‘ডিহাইড্রেশনের জন্য ওকে ফ্লুইড দেওয়া হয়েছে। ওর শরীর ঠিক আছে কিনা জানার জন্য কয়েকটা রক্তপরীক্ষা করা হয়েছে। স্থানীয় অলিম্পিক হাসপাতালে পুরো প্রক্রিয়াটি হয়েছে। বিনেশের আইওএ প্রেসিডেন্ট পিটি উষার সঙ্গে কথা হয়েছে। ও জানিয়েছি, শারীরিকভাবে এবং মেডিকেলি স্বাভাবিক রয়েছে। কিন্তু এটা ওর তৃতীয় অলিম্পিক, আর তাতে ও বাতিল হওয়ায় খুবই হতাশায় রয়েছে। আইওএ সর্বতভাবে ওর পাশে রয়েছে।’

Leave a Reply