সব চেষ্টা করা হয়েছে… বিনেশকে নিয়ে আর কী বলছেন IOA প্রেসিডেন্ট পিটি উষা?


Vinesh Phogat: সব চেষ্টা করা হয়েছে… বিনেশকে নিয়ে আর কী বলছেন IOA প্রেসিডেন্ট পিটি উষা?Image Credit source: PTI

কলকাতা: প্যারিস অলিম্পিক (Paris Olympics 2024) থেকে ভারতীয়দের জন্য সবচেয়ে আলোড়ন ফেলা খবর বিনেশ ফোগাটের (Vinesh Phogat) বাতিল হয়ে যাওয়া। মঙ্গলবার রুপো নিশ্চিত করেন হরিয়ানার মেয়ে। ৫০ কেজি ফ্রি স্টাইল কুস্তিতে আজ, বুধবার ফাইনালে নামার কথা ছিল বিনেশের। কিন্তু গতকাল (৬ অগস্ট) ৩টি বাউটের শেষে বিনেশের ২কেজি ওজন বেড়ে যায়। সারা রাত না ঘুমিয়ে, সাইক্লিং, জগিং ও আরও যা যা করে ওজন কমানো যায় তা করেন বিনেশ। কিন্তু সকালে তাঁর ওজন মাপার সময় দেখা যায় ৫০ কেজি ১০০ গ্রাম। এরপরই তিনি অলিম্পিক থেকে বাতিল হয়ে যান। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনেশের বাতিল হয়ে যাওয়া নিয়ে আবেদন করা হয়। আইওএর প্রেসিডেন্ট পিটি উষা জানান, সব চেষ্টা করা হয়েছে। আর কী বললেন প্রাক্তন অলিম্পিয়ান?

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পিটি উষা বলেন, ‘অলিম্পিকে বিনেশ ফোগাটের বাতিল হওয়ার খুবই চমকের। আমি অলিম্পিক গেমস ভিলেজের পলিক্লিনিকে বিনেশের সঙ্গে দেখা করেছি। আইওএর পক্ষ থেকে যে সব রকম ভাবে ওকে সমর্থন করা হবে সেটা আমি আশ্বস্ত করেছি। ভারত সরকার এবং দেশবাসীর ওর পাশে রয়েছে। বিনেশকে আইওএর পক্ষ থেকে মেডিকেল ও ইমোশনাল সাপোর্ট দেওয়া হচ্ছে। রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়া ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিংয়ের কাছে বিনেশ ফোগাটের বাতিল হওয়া বিষয়টি নিয়ে আবেদন জানিয়েছে। ডাক্তার দিন শ পার্দিওয়ালার তত্ত্বাবধানে বিনেশের মেডিকেল টিম যে চেষ্টা করেছে, সেই ব্যাপারে আমরা অবগত। শেফ ডি মিশন গগন নারাং সারা রাত নজর রেখেছিলেন, বিনেশের কী কী প্রয়োজন।’

প্যারিস অলিম্পিকে যাওয়া ভারতীয় টিমের মেডিকেল চিফ অফিসার দিনশ পার্দিওয়ালা বলেন, ‘কুস্তিগিররা তাঁদের ওজনের থেকে কম বিভাগে লড়তে নামেন। সেক্ষেত্রে তাঁদের অ্যাডভান্টেজ হয় যে, কম শক্তিশালী প্রতিপক্ষর বিরুদ্ধে তাঁরা নামতে পারেন। কুস্তিগিরদের ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য খাবার, জল সবকিছু মেপে দেওয়া হয়। এ ছাড়াও ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অ্যাথলিটের ঘাম হওয়া জরুরি। অনেক সময় ওয়েট কাট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হলে দুর্বল লাগতে পারে ও এনার্জি কমে যেতে পারে। বেশিরভাগ কুস্তিগির ওজন নিয়ন্ত্রণে রাখার জন্য অল্প পরিমাণে জল পান করেন ও হাই এনার্জি ফুড খাবার চেষ্টা করেন।’

বিনেশের ওজন যাতে নিয়ন্ত্রণে থাকে, তার জন্য সব রকম চেষ্টা করেছেন তাঁর পুষ্টিবিদরা। ডাক্তার দিনশ পার্দিওয়ালা বলেন, ‘পুষ্টিবিদরা অ্যাথলিটদের জন্য সবকিছু পরিমাপ করে দেন। বিনেশের পুষ্টিবিদ মনে করেন, সারাদিনে ১.৫ কিলোগ্রাম খাবার ও জল খেলে বিনেশ বাউটের জন্য তৈরি থাকবেন। অনেক সময় প্রতিযোগিতা শেষ হলে কোনও কোনও কুস্তিগিরের ওজন বেড়ে যায়। বিনেশের যেহেতু ৩টে বাউট ছিল, তাই ওর যাতে ডিহাইড্রেশন না হয়, তাই অল্প পরিমাণে ওকে জল দেওয়া হয়েছিল।’

প্যারিস গেমসে মঙ্গলবার ৩টে বাউটের পর বিনেশের ওজন বেড়ে যায়। এরপরই ভারতীয় মেডিকেল টিম উঠে পড়ে লেগে যায় তাঁর ওজন ৫০কেজিতে ফেরানোর জন্য। ডাক্তার দিনশ বলেন, ‘আমরা লক্ষ্য করি বাউটের শেষে ওর ওজন বেড়ে গিয়েছিল। এরপর ওর যে কোচরা সব সময় ওর সঙ্গে থাকে, তাঁরা ঠিক করেন সাধারণ পন্থা অবলম্বন করে ওর ওজন কমানোর চেষ্টা করা হবে। রাতারাতি ওর ওজন কমানোর প্রক্রিয়া শুরু হয়। আমরা সব রকম চেষ্টা করেছি। তারপরও সকাল বেলায় দেখা যায় ৫০ কেজি বিভাগের জন্য ওর ওজন ১০০ গ্রাম বেশি। যে কারণে ও বাতিল হয়েছে। আমরা ওর ওজন কমানোর সব রকম চেষ্টা করেছি। ওর চুল কাটা হয়। এমনকি ওর জামা কাপড়ও কাটা হয়। সবকিছু করার পরও ওকে ৫০ কেজির জন্য তৈরি করা যায়নি।’

বুধবার প্যারিস থেকে বিনেশের বাতিলের খবর পাওয়ার পর জানা গিয়েছিল, তিনি হাসপাতালে ভর্তি। এই নিয়ে দিনশ বলেন, ‘ডিহাইড্রেশনের জন্য ওকে ফ্লুইড দেওয়া হয়েছে। ওর শরীর ঠিক আছে কিনা জানার জন্য কয়েকটা রক্তপরীক্ষা করা হয়েছে। স্থানীয় অলিম্পিক হাসপাতালে পুরো প্রক্রিয়াটি হয়েছে। বিনেশের আইওএ প্রেসিডেন্ট পিটি উষার সঙ্গে কথা হয়েছে। ও জানিয়েছি, শারীরিকভাবে এবং মেডিকেলি স্বাভাবিক রয়েছে। কিন্তু এটা ওর তৃতীয় অলিম্পিক, আর তাতে ও বাতিল হওয়ায় খুবই হতাশায় রয়েছে। আইওএ সর্বতভাবে ওর পাশে রয়েছে।’

Leave a Reply