সূর্যকুমার যাদবের লক্ষ্য টেস্ট, সরফরাজের নেতৃত্বে লাল বলে খেলবেন স্কাই


টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সদ্য শ্রীলঙ্কা সফরেও টি-টোয়েন্টিতে প্রশংসনীয় পারফরম্যান্স করেছেন। ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেনও করা হয়েছে স্কাইকে। অতীতে রোহিতের অনুপস্থিতিতে নেতৃত্ব দিলেও এ বার স্থায়ী ক্যাপ্টেন। গম্ভীর জমানায় প্রথম সিরিজেই সূর্যকুমার যাদবের নেতৃত্বে শ্রীলঙ্কাকে ক্লিনসুইপ করেছে ভারত। প্রতিটি ক্রিকেটারের স্বপ্ন থাকে টেস্ট খেলার। অন্য যে ফরম্যাটেই নিয়মিত সুযোগ হোক, টেস্টের ‘টেস্ট’ আলাদা। সূর্যকুমার যাদবের টার্গেটও টেস্ট। এর আগে টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়েছেন। কিন্তু জায়গা পাকা করতে পারেননি। কেরিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন। টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তনের লক্ষ্যে এ বার ঘরোয়া ক্রিকেটে লাল-বলে নেমে পড়ছেন স্কাই।

ভারতের টি-টোয়েন্টি ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ঘোষণা করেছেন, বুচি বাবু টুর্নামেন্টের একটি ম্যাচে খেলবেন তিনি। সূর্য বলেন, ‘দেশের হয়ে তিন ফরম্যাটেই খেলতে চাই। বুচি বাবু টুর্নামেন্টে খেলা আমার কাছে লাল-বলের দুর্দান্ত একটা প্র্যাক্টিস হবে।’ ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত বেশ কিছু সিরিজ রয়েছে। সূর্যর লক্ষ্য টেস্টে প্রত্যাবর্তন।

বুচি বাবু টুর্নামেন্ট ছাড়াও আন্তর্জাতিক ক্রিকেট না থাকলে দলীপ এবং রঞ্জি ট্রফিতেও দেখা যাবে সূর্যকে। এ মাসের শেষে ২৭-৩০ দ্বিতীয় ম্যাচটিতে মুম্বইয়ের হয়ে বুচি বাবু টুর্নামেন্টে খেলবেন সূর্য। এই টুর্নামেন্টে মুম্বইকে নেতৃত্ব দেবেন সরফরাজ খান। মুম্বই ক্রিকেট সংস্থার প্রধান নির্বাচক সঞ্জয় পাতিল জানিয়েছেন, সূর্য নিজে থেকেই এই টুর্নামেন্টে খেলার ইচ্ছে প্রকাশ করেছেন। আপাতত কিছুদিনের জন্য় ছুটি কাটাতে দেশের বাইরে যাচ্ছেন সূর্য। ফিরেই ক্রিকেটে নেমে পড়বেন।

Leave a Reply