ভিডিয়ো: পাক তারকা শাহিন আফ্রিদির দেওয়া সেই বাক্স আজও কেন যত্নে রেখেছেন বুমরা?


Jasprit Bumrah: ভিডিয়ো: পাক তারকা শাহিন আফ্রিদির দেওয়া সেই বাক্স আজও কেন যত্নে রেখেছেন বুমরা?Image Credit source: PCB

কলকাতা: বাইশ গজে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়া মানেই বিরাট উত্তেজনা। দুই দলের ক্রিকেটারদের লড়াই অবশ্য এখন মাঠেই থাকে সীমাবদ্ধ। মাঠের বাইরে বিরাট-বাবরদের সম্পর্ক বেশ ভালো, বন্ধুত্বপূর্ণ। অতীতেও পাক ক্রিকেটারদের ভারতীয় ক্রিকেটারদের জন্য ব্যাট আনতে দেখা যেত। বর্তমানে বিরাট কোহলির মতো তারকাকে পাকিস্তানের ক্রিকেটারদের তাঁর অটোগ্রাফ দেওয়া জার্সিও উপহার দিতেও দেখা গিয়েছে। বছর খানেক আগে ভারতীয় সুপাস্টার জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah) এক বাক্স হাসি উপহার দিয়েছিলেন পাক তারকা শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। সেই সময় চলছিল এশিয়া কাপ। সুপার ফোরে ভারত-পাকি ম্যাচে বাধা সৃষ্টি করেছিল বৃষ্টি। যে কারণে সেই ম্যাচ রিজার্ভ ডে-তে গড়িয়েছিল। সেই ম্যাচের দিন বুমরাকে একটি বাক্স উপহার দিয়েছিলেন শাহিন। বুমরাকে বাবা হওয়ার শুভেচ্ছাও জানিয়েছিলেন আফ্রিদি। এ বার ফেরা যাক সেই বাক্সতে। বুমরার স্ত্রী জানিয়েছেন, সেই বাক্সে কী ছিল। যা আজও যত্নে রেখেছেন বুমরা।

নেটদুনিয়ায় ঘোরা ফেরা করছে জসপ্রীত বুমরার স্ত্রী সঞ্জনা গণেশনের এক ভিডিয়ো। যেখানে সঞ্জনাকে বলতে শোনা গিয়েছে, ‘শাহিন আফ্রিদি আমাদের একটা সুন্দর বাক্স উপহার দিয়েছিল। সেখানে একটা মাত্র গিফ্ট ছিল না। অঙ্গদের জন্য অনেক কিছু সেখানে ছিল। আর সে গুলো এখনও ও (অঙ্গদ) ব্যবহার করে।’ ওই ভিডিয়োটি এ বছরের টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের সময়কার। সেই সময় আইসিসির ডিজিটাল মিডিয়ার সঞ্চালিকা সঞ্জনার সামনে মাঠের বাইরে ভারত-পাক ক্রিকেট সম্পর্ক নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল। তার উত্তরে সঞ্জনা পাক ক্রিকেটার শাহিনের দেওয়া উপহারের কথা বলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর ভারতের তারকা বোলার জসপ্রীত বুমরা ও সঞ্জনা গণেশন তাঁদের পুত্র সন্তান অঙ্গদের জন্মের সুখবর সকলের সঙ্গে শেয়ার করেছিলেন। এশিয়া কাপের মাঝে সন্তানের জন্মের জন্য বুমরা দেশেও ফিরেছিলেন। বুমরা, সঞ্জনা ও অঙ্গদের হাতের একটি মিষ্টি ছবি তাঁরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।



Leave a Reply