বিচ্ছেদের ঘোষণার আগেই ভারত ছেড়েছিলেন নাতাশা স্তানকোভিচ। ছবি দিয়ে জানিয়েছিলেন নিজের দেশ সার্বিয়া ফিরে যাচ্ছেন তিনি। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছেলে অগস্ত্যকেও। ফের কি প্ল্যানবদল নাতাশার? তল্পিতল্পা গুটিয়ে আবারও বাড়ি ফিরে আসছেন তিনি? জল্পনা তুঙ্গেম নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণও।
একটি ছবি শেয়ার করেছেন নাতাশা। যে ছবিতে দেখা যাচ্ছে তিনি বিমানবন্দরে। সঙ্গে একগুচ্ছ লাগেজ। সেই ছবি শেয়ার করে নাতাশা লেখেন, “আমি চেষ্টা করি অল্প কিছু নিয়ে যাওয়ার কিন্তু দিনের শেষে তা কিছুতেই হয়ে ওঠে না।” এর পরেই প্রশ্ন উঠেছে তবে কি আবারও ভারতে ফিরে আসছেন তিনি? হার্দিকের সঙ্গে ফের দেখা হতে চলেছে তাঁর? হার্দিক ও নাতাশার বিয়ে ভাঙলেও ছেলেকে একসঙ্গেই মানুষ করবেন তাঁরা, এ কথা জানিয়েছিলেন দু’জনেই। কিছুদিন আগেই অগস্ত্যের জন্মদিন গিয়েছে। বিশেষ দিনে বাবাকে পাশে পায়নি অগস্ত্য। সেই কারণেই কি দেশে ফিরছেন তিনি? আলোচনা কিন্তু জারি।
প্রসঙ্গত, দিন কয়েক আগে এক যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন হার্দিক ও নাতাশা। সেই বিবৃতিতে তাঁরা লেখেন, “আমাদের ছেলে অগস্ত্য আমাদের জীবনে খুবই স্পেশ্যাল। ওকে পেয়ে আমরা ধন্য। তাই দু’জনে মিলেই ওর প্রতিপালন করব। ওর খুশির জন্য যা দরকার সবটাই দেব এই কঠিন সময়ে সবার কাছে একটাই অনুরোধ কিছু জিনিস ব্যক্তিগত রাখতে দিন। ধন্যবাদান্তে, হার্দিক ও নাতাশা।”