কলঙ্কিত আরজি কর হাসপাতাল। বিচার চাইছে সকলে। ‘তিলোত্তমা’র পরিবারের পাশে গোটা শহর, তিলোত্তমার বিচার চেয়ে রাজপথে আজ সকল ডাক্তারী পড়ুয়া। এবার সেই কণ্ঠে কণ্ঠ মেলালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর শহরেই ঘটে গিয়েছে এই পৈশাচিক ঘটনা। তাই তিনিও এবার চুপ থাকলেন না। কড়া শাস্তির দাবি তুললেন।
সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনেই বিচারের প্রসঙ্গ তুললেন সৌরভ। বললেন, ‘খুবই দুর্ভাগ্যের। কড়া পদক্ষেপ নেওয়া উচিত। এর বিরুদ্ধে কড়া শাস্তির ব্যবস্থা করা উচিত। ভয়ানক। সত্যি ভয়ানক। সব জায়গায় সব কিছু সম্ভব। তাই সেভাবে সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা ব্যবস্থা রাখা উচিত। এটা যে কোনও জায়গায় হতে পারে। ঘটনাচক্রে হাসপাতালে ঘটেছে। এটা ঠিক নয়। খুব খুব ভুল।’
এরপর মেয়েদের নিরাপত্তা প্রসঙ্গে মুখ খোলেন সৌরভ। বলেন, ‘না, আমার মনে হয় না একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত কিছুকে নিরাপদ নয় বলে মনে করাটা ঠিক নয়। এটা একটা দুর্ঘটনা, যে পৃথিবীর সমস্ত প্রান্তে ঘটছে। তবে এটাকে বন্ধ করতে হবে। খুব ভুল। মেয়েদের নিরাপত্তা পশ্চিমবঙ্গ, ভারতের সমস্ত জায়গায় আছে। খুব ভাল একটা দেশ। পশ্চিমবঙ্গও ভাল রাজ্য। একটা দুর্ঘটনা দিয়ে বিচার করা উচিত নয়। কিন্তু কড়া পদক্ষেপ করতেই হবে।’
প্রসঙ্গত, R G KAR হাসপাতালে ঘটে যাওয়া নারকীয় ঘটনায় লজ্জিত আজ গোটা দেশ। একের পর এক প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। ডাক্তারী পড়ুয়ারা কর্মবিরতির ডাক দিয়েছেন। আজ সেই তালিকায় নাম লেখালো পিজি হাসপাতালের ডাক্তারী পড়ুয়ারাও। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, তিলোত্তমার দোষীদের শাস্তি দিতে হবে, তবেই কাজে ফিরবেন তাঁরা। যদিও জরুরী বিভাগে কাজ চলছে, তবে আরজি করের জরুরী বিভাগের কাজ আপাতত বন্ধই রয়েছে।