পেনাল্টি থেকে জেসিনের গোল, ভবানীপুরকে হারিয়ে লিগ শীর্ষে ইস্টবেঙ্গল


ইস্টবেঙ্গল-১ ভবানীপুর-০
(জেসিন)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে এই ম্যাচে নামার আগে সমসংখ্যক ম্যাচ থেকে দুটো দলেরই পয়েন্ট সমান ছিল। ফলে সোমবারের ইস্টবেঙ্গল-ভবানীপুর ম্যাচটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল। গ্রুপ শীর্ষে পৌঁছনোর হাতছানি ছিল দুটো দলের সামনেই। শেষমেশ ইস্টবেঙ্গল ১-০ গোলে হারাল ভবানীপুরকে। এই ম্যাচ জেতার ফলে গ্রুপ বি-তে ইস্টবেঙ্গল শীর্ষে পৌঁছে গেল। ৮ ম্যাচে লাল-হলুদের সংগ্রহ ২২ পয়েন্ট। ম্যাচ হেরে যাওয়ায় ভবানীপুরের ঝুলিতে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট। খেলার সাত মিনিটে ইস্টবেঙ্গল পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল। বাকি সময়টা সেই গোল ধরে রেখেছিল লাল-হলুদ ব্রিগেড। ভবানীপুর চেষ্টা করলেও সমতা ফেরাতে পারেনি ম্যাচে। 
এবারের কলকাতা লিগে ইস্টবেঙ্গল দলে কেরলের ফুটবলারের প্রাধান্য বেশি। জেসিন, আমন, আজাদরা নিজেদের দক্ষতার পরিচয় দিচ্ছেন। খেলার ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাল-হলুদ ব্রিগেডকে এগিয়ে দেন জেসিন। রিজার্ভ দলের পাশাপাশি সিনিয়র দলের হয়ে খেলতে নেমেও গোল পাচ্ছেন তিনি। ডুরান্ড কাপেও গোল রয়েছে জেসিনের।
যে কোনও ম্যাচে খেলার শুরুতেই গোল পেয়ে গেলে অ্যাডভান্টেজ পেয়ে যায় যে কোনও দল। এক্ষেত্রে ইস্টবেঙ্গল সেই সুবিধাই পেয়ে গিয়েছিল। ভবানীপুরও এবার দারুণ খেলছে। ফলে ইস্টবেঙ্গল সতর্ক ছিল। কিন্তু শুরুতে গোল পেয়ে যাওয়ার পরে ইস্টবেঙ্গল আরও উজ্জ্বল হয়ে উঠতেই পারত। কিন্তু সময় এগোলেও ইস্টবেঙ্গল আর ভবানীপুরের রক্ষণ ভাঙতে পারেনি। বরং ভবানীপুর একাধিকবার ইস্টবেঙ্গলের পেনাল্টি বক্সে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। একবার বাঁ দিক থেকে ভাসানো সেন্টারে জীতেন মুর্মু পায়ে বলে সংযোগই ঘটাতে পারলেন না। আরও একবার ইস্টবেঙ্গলের রক্ষণে চাপ বাড়িয়েও গোল পায়নি ভবানীপুর। 

Leave a Reply