কবে বিয়ে নীরজ চোপড়া ও মনু ভাকেরের? কী বললেন নীরজের ‘হবু শ্বশুর’?


কলকাতা: গল্পের গরু কি গাছে ওঠে? অনেক সময় গল্প মোড় ঘুরিয়ে দেয় ঘটনার। গতকাল পর্যন্ত মনে হচ্ছিল, নিছক এক ফ্রেমে দেখা মিলেছে তাঁদের। দু’জনেই ছিলেন লাজুক। দু’জনই যেন একে অপরকে চোখ তুলে দেখতে পারছিলেন না। ভারতের দুই পদকের নায়ক-নায়িকা কি তবে প্রেমে পড়েছেন? ভিডিয়ো প্রকাশ্যে আসতেই এই ঘটনা নিয়ে তোলপাড় পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় দু’জনকে ‘কাপল’ও বলে দেয়। কিন্তু সামাজিক মাধ্যম তো কত কিছুই বলে, কত কিছুই রটে। সে সব নিয়ে কি মাথা ঘামালে চলে? কিন্তু ঘটনা যদি এ দিকে মোড় নেয়, তা হলে তো হবেই। এই প্রেমিক-প্রেমিক কে? নীরজ চোপড়া এবং মনু ভাকের। ভারতের দুই ছেলে-মেয়ে পদকের গর্ব দিয়েছেন দেশকে। প্যারিস অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের আগে দু’জনকে যে ভাবে দেখা গিয়েছে, তাতে জল্পনা ছড়ানোরই কথা। কিন্তু মনুর বাবা কী বললেন?

মনু ভারতীয় খেলায় ইতিহাস তৈরি করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর এই প্রথম কোনও অ্যাথলিট এক অলিম্পিক থেকে নিয়ে এসেছেন জোড়া পদক। মনু ইতিহাসে জায়গা পেয়ে গিয়েছেন। অন্য দিকে আবার নীরজ চোপড়া গতবার টোকিও গেমস থেকে জিতেছিলেন সোনা। এ বার তাঁর ঝুলিতে রুপো। এই প্রজন্মের দুই সেরা অ্যাথলিট কি প্রেমে পড়েছেন একে অপরের? জ্যাভলিন আর পিস্তলের প্রেম? গাঁটছড়া বাঁধতে চলেছে জ্যাভলিন আর পিস্তল?

নীরজ আর মনুর বিয়ে নিয়ে যখন তুমুল আগ্রহ, তখন মনুর বাবা কিন্তু অন্য কথা বলে দিলেন। তবে সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন, তা বলা যাচ্ছে না। কিষাণ ভাকের কিন্তু বলে দিয়েছেন, ‘মনু এখন খুবই ছোট। এমনকি বিয়ের বয়স পর্যন্ত হয়নি ওর। আমরা ওদের বিয়ে নিয়ে এই মুহূর্তে কিছুই ভাবছি না।’

কিষাণের এই কথা ধরলে কিন্তু বিয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাতেই জল্পনা বেড়েছে আরও। তা হলে কি প্যারিসে পাত্রকে দেখে নিয়েছেন মনুর বাবা-মা? তা নিয়ে কিষাণ বলে দিয়েছেন, ‘মনুর মা কিন্তু নীরজকে সন্তানের মতোই দেখে। যে ভাবে সারা দেশ জানতে পেরেছিল, নীরজ চোপড়া সোনা জিতেছে টোকিও গেমসে, ঠিক সে ভাবেই একদিন জেনে যাবে নীরজ বিয়ে করল।’

Leave a Reply