ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু দলীপ ট্রফি দিয়ে, রইল ফরম্যাট সূচি-ভেনুর বিস্তারিত তথ্য


ভারতীয় ক্রিকেট টিমের সাপ্লাই লাইন ঘরোয়া ক্রিকেট। বয়স ভিত্তিক স্তরে নানা টুর্নামেন্ট রয়েছে। তেমনই সিনিয়র দলের জন্য়ও। দলীপ ট্রফি, রঞ্জি ট্রফি, বিজয় হাজারে ওয়ান ডে ট্রফি, সৈয়দ মুস্তাক আলি ট্রফি, ইরানি ট্রফি। সব ফরম্যাটের জন্যই ভিন্ন টুর্নামেন্ট। ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্ম উঠে আসে। তেমনই ফর্ম খুঁজে বেরানো ক্রিকেটাররাও ফেরেন ঘরোয়া ক্রিকেটেই। এ বার ভারতের ঘরোয়া ক্রিকেট মরসুম শুরু হতে চলেছে দলীপ ট্রফি দিয়ে। হঠাৎ কেন এত আলোচনায় দলীপ ট্রফি! বিরাট-রোহিতের মতো তারকা ক্রিকেটারদেরও নামতে দেখা যাবে। কবে থেকে ম্যাচ, ভেনু, বিস্তারিত রইল।

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে ভারতের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ। এরপর অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট। বাংলাদেশ সিরিজের প্রস্তুতিও বলা যায় এ বারের দলীপ ট্রফিকে। সাধারণত ঘরের মাঠে সিরিজের আগে এই টুর্নামেন্টে অনেক ক্রিকেটারের পারফরম্যান্স দেখে নেওয়া হয়। তাঁদের ম্যাচ প্র্যাক্টিসের সুযোগ করে দেওয়া হয়। জোন অনুযায়ী ছ’টি দল বেছে নেওয়া হয়। লাল-বলের টুর্নামেন্ট। টেস্টের প্রস্তুতির জন্য আদর্শ।

গত মরসুমে হনুমা বিহারির নেতৃত্বাধীন সাউথ জোন চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে তারা হারিয়েছিল ওয়েস্ট জোনকে। এ বার অবশ্য ফরম্যাটে একটু বদল হয়েছে। জোনাল নয়, বরং চার দলের টুর্নামেন্ট হবে। ইন্ডিয়া এ, বি, সি, ডি। অজিত আগরকরের নেতৃত্বাধীন বোর্ডের সিনিয়র দল নির্বাচন কমিটিই এই টুর্নামেন্টের স্কোয়াড বেছে নেবে। রাউন্ড রবিন ফরম্যাটে হবে টুর্নামেন্ট। শীর্ষে থাকা দুই দল ফাইনাল খেলবে।

এ বারের দলীপ ট্রফি হবে দুটি ভেনুতে। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ক্রিকেট গ্রাউন্ডে। প্রথম রাউন্ডের একটি ম্যাচ হতে পারে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামেও। ৫-২২ সেপ্টেম্বর এই টুর্নামেন্টের রাউন্ড রবিন পর্ব হবে। ভারতের টেস্ট স্কোয়াডের সদস্য এবং যাঁদের সম্ভাবনা রয়েছে যেমন- শুভমন গিল, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাডেজা, যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব, কুলদীপ যাদবদেরও এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা প্রবল। এমনকি বিরাট কোহলি, রোহিত শর্মাকেও নামতে দেখা যাবে।

দলীপ ট্রফির পূর্ণ সূচি

সেপ্টেম্বর ৫-৮ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া বি

সেপ্টেম্বর ৫-৮: ইন্ডিয়া সি বনাম ইন্ডিয়া ডি

সেপ্টেম্বর ১২-১৫ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া ডি

সেপ্টেম্বর ১২-১৫: ইন্ডিয়া বি বনাম ইন্ডিয়া সি

সেপ্টেম্বর ১৯-২২ : ইন্ডিয়া এ বনাম ইন্ডিয়া সি

সেপ্টেম্বর ১৯-২২: ইন্ডিয়া বি বনাম ইন্ডিয়া ডি

Leave a Reply