গম্ভীরের পছন্দেই সায়, ভারতের বোলিং কোচ হলেন মর্নি মর্কেল


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গম্ভীরের পছন্দেই সায়। ভারতীয় দলের বোলিং কোচ হিসাবে নিযুক্ত হলেন মর্নি মর্কেল। বোর্ড সচিব জয় শাহ সংবাদসংস্থা পিটিআইকে এ খবর জানিয়েছেন। বাংলাদেশ সিরিজ থেকেই টিম ইন্ডিয়ার বোলিং কোচ হিসাবে দায়িত্ব নেবেন মর্কেল।

গম্ভীরের নাম কোচের পদে ঘোষণা হওয়ার পর বাকি সহকারী কোচের সন্ধান শুরু হচ্ছে। হেড কোচ হওয়ার জন্য গৌতম গম্ভীর যে শর্তগুলি দিয়েছিলেন, সেগুলির মধ্যে সবার উপরে ছিল দলে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাঁকে সম্পূর্ণ স্বাধীনতা দিতে হবে। দল নির্বাচন থেকে সাপোর্ট স্টাফ বাছাই, সবটাই নিজের মতো করতে চেয়েছিলেন জিজি। গম্ভীরই মর্কেলকে চেয়েছিলেন বোলিং কোচ হিসাবে।

কিন্তু বোর্ড কর্তারা শুরুতে বিদেশি কোচের পক্ষে ছিলেন না। জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামিদের কোচ হিসাবে দেশের সর্বকালের অন্যতম সেরা পেসার জাহির খানকে নিয়োগ করার কথা ভাবা হচ্ছিল। আরও দুএকজনের নাম নিয়ে ভাবনা চিন্তা চলছিল। কিন্তু গম্ভীর চাইছিলেন মর্কেলকে। সেই টানাপড়েনে বোলিং কোচ নির্বাচন পিছিয়ে যায়। শ্রীলঙ্কা সফরে অস্থায়ীভাবে নিয়ে যাওয়া হয় সাইরাজ বাহুতুলেকে। শেষমেশ গম্ভীরের পছন্দেই সায় দিলেন বোর্ড কর্তারা। সহকারী কোচ হিসাবে বিদেশি মর্কেলকেই বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

Leave a Reply