বদলে গেল ভারত-বাংলাদেশ ম্যাচের ভেনু, রইল ঘরের মাঠে টিম ইন্ডিয়ার নতুন সূচি


India vs Bangladesh: বদলে গেল ভারত-বাংলাদেশ ম্যাচের ভেনু, রইল ঘরের মাঠে টিম ইন্ডিয়ার নতুন সূচিImage Credit source: BCCI

কলকাতা: ভারতের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট মরসুম শুরু হবে সেপ্টেম্বরে। বাংলাদেশ ক্রিকেট টিম কয়েক দিন পর আসবে ভারত সফরে। এই সফরে এসে বাংলাদেশ টিমের ২টি টেস্ট ও ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা। জুন মাসে টি-২০ বিশ্বকাপ চলার সময় বোর্ডের পক্ষ থেকে ঘরের মাঠে ২০২৪-২৫ মরসুমের পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটের সূচি ঘোষণা করেছিল বিসিসিআই (BCCI)। বোর্ডের প্রকাশিত সূচি অনুযায়ী এ বছরের ১৯ সেপ্টেম্বর থেকে ভারত দেশের মাটিতে তিনটি দেশের বিরুদ্ধে সিরিজ খেলবে। তার মধ্যে প্রথমে রয়েছে ভারত-বাংলাদেশ টেস্ট। এ বার ভারত-বাংলাদেশের (India vs Bangladesh) এক ম্যাচের ভেনু বদলে গেল।

বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, ভারত-বাংলাদেশের প্রথম টি-২০ ম্যাচের ভেনু হিসেবে আগে জানানো হয়েছিল ধরমশালার নাম। কিন্তু ওই ম্যাচটি সরেছে গোয়ালিয়রে। আসলে ধরমশালা ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুম সংস্কারের কাজ চলছে। যে কারণে ৬ অক্টোবর ভারত-বাংলাদেশ প্রথম টি-২০ ম্যাচের ভেনু বদলে গেল। গোয়ালিয়রে ওই ম্যাচটি শহরের নতুন স্টেডিয়াম শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে হবে। সেই ২০১০ সালে গোয়ালিয়রে সচিন তেন্ডুলকর ওডিআইতে ডাবল সেঞ্চুরি করেছিলেন। তারপর আবার গোয়ালিয়রে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

অবশ্য শুধু ভারত-বাংলাদেশ প্রথম টি-টোয়েন্টি ম্যাচের ভেনুই নয়, ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতদের একটি টি-২০ ম্যাচের স্থানও পাল্টে গিয়েছে। বোর্ডের পক্ষ থেকে ভারত ও ইংল্যান্ডের প্রথম দুই টি-২০ ম্যাচের স্থানে অদল বদল করা হয়েছে। ২০২৫ সালের ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি-২০ ম্যাচ হওয়ার কথা ছিল চেন্নাইয়ে। আর দ্বিতীয় টি-২০ ম্যাচের ভেনু ছিল কলকাতা। বদলে যাওয়া সূচি অনুযায়ী, এ বার ভারত-ইংল্যান্ড প্রথম টি-২০ ম্যাচ হবে কলকাতায়। এবং দ্বিতীয় ম্যাচ হবে চেন্নাইয়ে। কলকাতায় ভারত-ইংল্যান্ড টি-২০ ম্যাচের শুভারম্ভ হওয়ার কারণ কী? বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, কলকাতা পুলিশ ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল প্রজাতন্ত্র দিবসের জন্য ভেনু বদল করার আবেদন করেছিল।



Leave a Reply