PR Sreejesh: বিশ্বজয়ী কোচ রাহুল দ্রাবিড়ের মতো হতে চান হকি কিংবদন্তি শ্রীজেশ
কলকাতা: কিংবদন্তি পিআর শ্রীজেশ (PR Sreejesh) এখন প্রাক্তন। প্যারিস অলিম্পিকে (Paris Olympics) ভারতীয় পুরুষ হকি টিম ব্রোঞ্জ পাওয়ার পর তিনি আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছেন। কিন্তু তাঁকে হকি থেকে দূরে থাকতে দিচ্ছে না হকি ইন্ডিয়া। ভারতের জুনিয়র হকি টিমের নতুন হেড কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে শ্রীজেশকে। তিনি জানিয়েছেন, বিশ্বজয়ী ভারতীয় ক্রিকেট কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) মতো হতে চান শ্রীজেশ।
ভারতের সিনিয়র টিমের দায়িত্ব নেওয়ার আগে রাহুল দ্রাবিড় জুনিয়রদের কোচিং করাতেন। টিম ইন্ডিয়ার তরুণ প্রজন্মকে তৈরি করার নেপথ্যে দ্রাবিড়ের বড় অবদানও ছিল। অনূর্ধ্ব-১৯ টিমের ক্রিকেটারদের প্রতি পদে পদে সাহায্য করতেন দ্রাবিড়। পরবর্তীতে রবি শাস্ত্রীর পর ভারতের হেড কোচের দায়িত্ব আসে রাহুল দ্রাবিড়ের কাঁধে। দীর্ঘদিন রোহিত শর্মা, বিরাট কোহলিদের কোচের দায়িত্ব সামলেছেন ভারতীয় ক্রিকেটের দ্য ওয়াল। কয়েকদিন আগে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়ায় দ্রাবিড় সভ্যতার অবসান হয়। ভারতের সদ্য প্রাক্তন হকি তারকা পিআর শ্রীজেশ মনে করেন, কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের দর্শন মেনে চলার চেষ্টা করবেন তিনি।
সংবাদসংস্থা পিটিআইকে এক সাক্ষাৎকারে পিআর শ্রীজেশ বলেন, ‘আমি কোচ হতে চাই। আমার বরাবর এটা পরিকল্পনা ছিল। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। আমার অবসরের পর পরিবারই আমার কাছে সবার প্রথমে। তাই পরিবারের সদস্যদের থেকে জানতে হবে, ওদের এই বিষয়ে আপত্তি রয়েছে কিনা। অবসর নিয়েছি, এ বার তো স্ত্রীর কথাও একটু শুনতে হবে।’
কোচের দায়িত্ব কাঁধে তুলে নিলে রাহুল দ্রাবিড়কে অনুসরণ করতে চান শ্রীজেশ। তিনি বলেন, ‘রাহুল দ্রাবিড় যে ভাবে কাজ করতেন, আমি তেমন ভাবেই জুনিয়রদের সঙ্গে কাজ করতে চাই। কাজটা ঠিক একঝাঁক জুনিয়র প্লেয়ারদের পরিণত হতে সাহায্য করার মতো। তারপর ওরাই সিনিয়র টিমে জায়গা করে নেবে।’
এ বছরই শ্রীজেশের ভারতের জুনিয়র হকি প্লেয়ারদের দায়িত্ব নেওয়ার পালা। তিনি বলেন, ‘আগামী বছর রয়েছে জুনিয়র বিশ্বকাপ। পরের দু’বছরের মধ্যে সিনিয়রদের বিশ্বকাপও রয়েছে। তাই ২০২৮ সালের মধ্যে আমি হয়তো ২০ বা ৪০ জন প্লেয়ারকে তৈরি করতে পারব। আর ২০২৯ সালের মধ্যে আমি হয়তো ১৫-২০ জন প্লেয়ারকে সিনিয়র টিমের জন্য তৈরি করতে পারব। ২০৩২ সালে আমি সিনিয়র টিমের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি হতে পারব। যদি ভারত ২০৩৬ অলিম্পিক গেমসে খেলে, তা হলে সেখানে আমি ভারতের কোচ হতে চাই।’
এরই মাঝে পিআর শ্রীজেশের জার্সি ১৬-কে অবসরে পাঠিয়ে দিল হকি ইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় সেই খবর জানানো হয়েছে।