‘তিলোত্তমা’-র ঘটনায় ভালো নেই তিলোত্তমা। আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে গর্জে উঠেছে বাংলা। প্রতিবাদের আগুন জ্বলছে দেশজুড়েই। এমনকি বিদেশেও এর প্রতিবাদ হচ্ছে। গত রাতে রাজ্যের প্রতিটা জায়গায় প্রতিবাদে নেমেছিলেন মহিলারা। এই ঘটনায় প্রকাশ্যেই দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভারতীয় ক্রিকেটের আইকন তথা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার ক্রিকেটাররাও প্রতিবাদে সামিল।
প্রাক মরসুম প্রস্তুতি শুরু করে দিল বাংলা ক্রিকেট দল। সিউড়ির এমজিআর স্টেডিয়ামে বাংলার আবাসিক শিবির চলবে বেশ কিছুদিন। বাংলা দলের অনেক ক্রিকেটারই দলীপ ট্রফির স্কোয়াডেও রয়েছেন। ৫ সেপ্টেম্বর শুরু হবে দলীপ ট্রফি। বাংলার মুকেশ কুমার, অভিষেক পোড়েল, অভিমন্যু ঈশ্বরণের মতো ক্রিকেটাররা খেলবেন। দলীপ ট্রফিতে নেতৃত্বও দেবেন অভিমন্যু ঈশ্বরণ। অভিমান ভুলে বাংলায় ফিরেছেন ঋদ্ধিমান সাহার মতো ক্রিকেটারও।
সিউড়িতে অনুশীলন শুরুর আগে আরজি কর কাণ্ডের প্রতিবাদে দু-মিনিট নীরবতা পালন করে বাংলা দল। কোচ লক্ষ্মীরতন শুক্লা, সহকারী শিবশঙ্কর পাল, সিনিয়র ক্রিকেটার ঋদ্ধিমান সাহা, অনুষ্টুপ মজুমদারও রয়েছেন। বাংলা ক্রিকেট সংস্থার তরফে সেই ভিডিয়ো পাঠানো হয়েছে। আরজি করে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে বাংলা সিনিয়র টিমের কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘ওনার আত্মার শান্তি কামনা করি।’