পরিবারকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন গম্ভীরের, শুভেচ্ছা বার্তা সচিন-শ্রীজেশদের


Independence Day 2024: পরিবারকে নিয়ে স্বাধীনতা দিবস উদযাপন গম্ভীরের, শুভেচ্ছা বার্তা সচিন-শ্রীজেশদের

কলকাতা: সারা দেশজুড়ে আজ, ১৫ অগস্ট স্বাধীনতা দিবস (Independence Day 2024) পালন করা হচ্ছে। দেশের ক্রীড়াবিদরাও স্বাধীনতা দিবস উদযাপন করছেন। অনুরাগীদের শুভেচ্ছা বার্তা দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর, হকির কিংবদন্তি পিআর শ্রীজেশদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা। পাশাপাশি দেখা যাচ্ছে টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরের বাড়িতে পতাকা উত্তোলনের ছবি। হরভজন সিংও নিজের সোশ্যাল মিডিয়ায় তেরঙ্গা দিয়ে ছবি শেয়ার করেছেন।

টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর X এ তিনটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘অনেক মূল্য দিয়ে স্বাধীনতা আসে। আমাদের নায়করা প্রতিদিন রক্ত দিয়ে তা পরিশোঝ করেন। এটা ভুললে চলবে না। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

X বার্তায় ক্রিকেটের কিংবদন্তি সচিন তেন্ডুলকর লেখেন, ‘ভারতের গয়ে শুধু ক্রীড়াবিদরাই খেলেন না। প্রত্যেক ভারতীয় যাঁরা সততা এবং আন্তরিকতার সঙ্গে তাদের কাজ করেন, তাঁরা টিম ইন্ডিয়ার মূল খেলোয়াড়। সুতরাং, আজ যখন জাতীয় সঙ্গীত বাজবে, তখন সেটা আপনার জন্যও বাজবে। এবং আমি আশা করি আপনিও একইরকম অনুভব করবেন, যা আমি ভারতের হয়ে খেলার জন্য বাইরে গিয়ে অনুভব করতাম। সকলকে স্বাধীন দিবসের শুভেচ্ছা।’

অলিম্পিকে সোনাজয়ী ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা X এ লেখেন, ‘এই স্বাধীনতা দিবসে, আসুন সেই যাত্রাকে সম্মান জানাই যা আমাদের স্বাধীনতা এনেছে এবং যে চেতনা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। আসুন একসঙ্গে আশা, সুযোগ এবং মহত্ত্ব অর্জনের জন্য একটি আবেগে ভরা ভবিষ্যত গড়ে তুলি। জয় হিন্দ।’

ভারতীয় হকি কিংবদন্তি পিআর শ্রীজেশ লালকেল্লার সামনে প্যারিস অলিম্পিকে পাওয়া ব্রোঞ্জ পদক হাতে নিয়ে নিজের একটি ছবি X এ শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘গর্বিত ভারতীয়। সকলকে একটি স্মরণীয় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। স্বাধীনতা ও দেশপ্রেমের চেতনায় আপনার হৃদয় গর্বে ভরে উঠুক। জয় হিন্দ।’

ভারতীয় ক্রিকেটের টার্বুনেটর হরভজন সিং দেশের পতাকা নিয়ে এক্স হ্যান্ডেলে নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। এবং সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন।



Leave a Reply