অভিষেকেই গোল এমবাপের, আটালান্টাকে হারিয়ে সুপার কাপ জিতল রিয়াল মাদ্রিদ


সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিষেকেই রাঙিয়ে দিলেন কিলিয়ান এমবাপে। রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম ম্যাচেই গোল পেলেন। সেই সঙ্গে তুলে নিলেন মরশুমের প্রথম ট্রফি। ইটালির ক্লাব আটালান্টাকে ২-০ গোলে হারিয়ে সুপার কাপ জিতে নিল লস ব্ল্যাঙ্কোস।

ইউরোপীয় ফুটবল মানেই যেন রিয়াল মাদ্রিদের একতরফা আধিপত্য। চ্যাম্পিয়ন্স লিগে ১৫ বারের জয়ী স্পেনের ক্লাব। গত মরশুমে ফাইনালে ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কার্লো আন্সোলোত্তির ছেলেরা। অন্যদিকে ইউরোপা লিগজয়ী দল আটালান্টা। ফাইনালে তারা জার্মানির দল বেয়ার লেভারকুসেনকে হারিয়েছিল ৩-০ গোলে। পোল্যান্ডের ওয়ারশ স্টেডিয়ামে সুপার কাপের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইউরোপের দুই মহাশক্তিধর ক্লাব।

[আরও পড়ুন: লাল বলে ফিরছেন পন্থ, ‘দলীপ ট্রফিতে অধিনায়কত্ব পাননি কেন?’ তোপ প্রাক্তন ক্রিকেটারদের]

ফুটবলমহলের এই ম্যাচে বিশেষ নজর ছিল আরও একটি কারণে। রিয়াল মাদ্রিদের জার্সিতে এই ম্যাচেই অভিষেক হল কিলিয়ান এমবাপের। বহু নাটকের পর পিএসজি থেকে এই মরশুমেই স্পেনের ক্লাবে এসেছেন ফ্রান্সের তারকা ফুটবলার। এবং প্রথম ম্যাচে নেমেই গোল পেলেন তিনি। ম্যাচের ৬৮ মিনিটে বেলিংহ্যামের থেকে বল পান এমবাপে। দুজন ডিফেন্ডার তাঁকে আটকাতে এলেও জালে বল জড়িয়ে দিতে অসুবিধা হয়নি এমবাপের।

[আরও পড়ুন: প্রকাশ্যে পর পর ছুরির আঘাত, দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ইয়ামালের বাবা, ভর্তি হাসপাতালে]

যদিও তার আগেই মাদ্রিদকে এগিয়ে দিয়েছিলেন ভালভের্দে। ৫৯ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের বল ধরে ফাঁকা গোলে বল জড়িয়ে দেন মাদ্রিদের মিডফিল্ডার। যদিও একাধিক গোলের সুযোগ মিস করেন ভিনিসিয়াসরা। তাতেও মরশুমের প্রথম ট্রফি জিততে অসুবিধা হয়নি মাদ্রিদের। ম্যাচের পর এমবাপে বলে যান, “আমি খুব খুশি। আজকের ট্রফিটা জেতা খুব দরকারি ছিল। কারণ এখানে সবাই জিততেই আসে। সেটা আমার কাছে একটা চাপের বিষয় তো বটেই। সেই সঙ্গে গোলও করেছি। স্ট্রাইকার হিসেবে গোল করে দলকে জেতানোই আসল। সেটা করতেই আমি এসেছি।”

Leave a Reply