স্টাফ রিপোর্টার: বাংলাদেশে যেরকম পরিস্থিতির তৈরি হয়েছিল, তাতে টি-মহিলাদের টোয়েন্টি বিশ্বকাপ যে আর সে দেশে আয়োজন সম্ভব নয়, সেটা বোঝাই যাচ্ছিল। এই অবস্থায় বিকল্প ভেনুর চিন্তা-ভাবনা শুরু করে দিয়েছে আইসিসি। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল সংযুক্ত আরব আমিরশাহী কিংবা শ্রীলঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে পারে। তবে আইসিসির তরফ থেকে ভারতকে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
আসলে সামনের বছর এখানেই মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ হবে। তাই ভারতীয় বোর্ড পরপর দু’বছর দুটো বিশ্বকাপ আয়োজন করতে চায়নি। কারণ অনেকেরই মনে হয়েছে, এখানে বাকিরা প্রশ্ন তুলে দিতে পারে। তাছাড়া যে সময় বিশ্বকাপের শুরুটা হবে, তখন দেশের বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে বিসিসিআইও টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে একেবারেই উৎসাহ দেখায়নি।
[আরও পড়ুন: ‘মোদিজি এবার তো সত্যিটা মানুন’, স্বাধীনতা দিবসে রাহুলকে পিছনে বসানোয় ক্ষুব্ধ কংগ্রেস]
এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ বলেন, ‘‘আইসিসির তরফ থেকে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের ব্যাপারে আমাদের বলা হয়েছিল। কিন্তু আমরা সেই প্রস্তাবে রাজি হয়নি। ‘না’ করে দেওয়া হয়েছে। অক্টোবরে আমাদের এখানে বৃষ্টি থাকে। তাছাড়া পরের বছরই আমাদের দেশে মহিলাদের বিশ্বকাপ রয়েছে। আমরা চাই না যে কারও মধ্যে এই ধারণা আসুক যে, আমরাই সব টুর্নামেন্টের আয়োজন করছি।’’
[আরও পড়ুন: আজ ৩ রাজ্যের নির্বাচন ঘোষণা! কাশ্মীরেও বাজতে পারে ভোটের দামামা]
একইসঙ্গে বিসিসিআই সচিব এটাও জানিয়ে দিয়েছেন যে আগামী ঘরোয়া মরশুমে ভারতীয় দল কোনও গোলাপি টেস্ট খেলবে না। সামনের মাসেই বাংলাদেশের বিরুদ্ধে দুটো টেস্ট রয়েছে। তারপর নিউজিল্যান্ড আসবে ভারত সফরে। সেখানে তিন টেস্টের সিরিজ রয়েছে। মোট পাঁচ টেস্টের মধ্যে একটাও দিন-রাতের হচ্ছে না।